Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,141
- Comments
- 1,333
- Solutions
- 1
- Reactions
- 12,660
- Thread Author
- #1
মুআয বিন জাবাল (রাদিআল্লাহু আনহু) বলেন, রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাকে দশটি বিষয়ে উপদেশ দিয়েছেন।সেগুলো হলো :
১. আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, যদিও তোমাকে হত্যা করা হয় বা জ্বালিয়ে দেয়া হয়।
২. পিতা-মাতার অবাধ্য হবে না, যদিও তারা তোমাকে তোমার পরিবার-পরিজন ও মালামাল ছেড়ে চলে যেতে বলে।
৩. ইচ্ছাকৃত ফরয ছালাত পরিত্যাগ করবে না। কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃত ফরয ছালাত পরিত্যাগ করবে, তার উপর আল্লাহর প্রদত্ত দায়িত্ব উঠে যাবে।
৪. কখনোও মদ পান করবে না। কেননা মদ সমস্ত অশ্লীলতার মূল।
৫. সাবধান! সর্বদা পাপ কাজ হতে বেঁচে থাকবে। কেননা পাপ মানুষকে আল্লাহর ক্রোধে নিক্ষেপ করে।
৬. খবরদার! জিহাদের ময়দান হতে পলায়ন করবে না, যদিও সকল লোক ধ্বংস হয়ে যায়।
৭. লোকদের মাঝে মহামারি দেখা দিলেও তুমি সেখানে অবস্থান করবে।
৮. সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য ব্যয় করবে।
৯. তাদেরকে আদব-কায়দা শিক্ষা দেওয়ার ব্যাপারে শাসন হতে কখনো বিরত থাকবে না। এবং
১০. আল্লাহ সম্পর্কে তাদের ভয় প্রদর্শন করতে থাকবে।
— মুসনাদে আহমাদ, হাদীস নং ২২০৭৫
১. আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, যদিও তোমাকে হত্যা করা হয় বা জ্বালিয়ে দেয়া হয়।
২. পিতা-মাতার অবাধ্য হবে না, যদিও তারা তোমাকে তোমার পরিবার-পরিজন ও মালামাল ছেড়ে চলে যেতে বলে।
৩. ইচ্ছাকৃত ফরয ছালাত পরিত্যাগ করবে না। কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃত ফরয ছালাত পরিত্যাগ করবে, তার উপর আল্লাহর প্রদত্ত দায়িত্ব উঠে যাবে।
৪. কখনোও মদ পান করবে না। কেননা মদ সমস্ত অশ্লীলতার মূল।
৫. সাবধান! সর্বদা পাপ কাজ হতে বেঁচে থাকবে। কেননা পাপ মানুষকে আল্লাহর ক্রোধে নিক্ষেপ করে।
৬. খবরদার! জিহাদের ময়দান হতে পলায়ন করবে না, যদিও সকল লোক ধ্বংস হয়ে যায়।
৭. লোকদের মাঝে মহামারি দেখা দিলেও তুমি সেখানে অবস্থান করবে।
৮. সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য ব্যয় করবে।
৯. তাদেরকে আদব-কায়দা শিক্ষা দেওয়ার ব্যাপারে শাসন হতে কখনো বিরত থাকবে না। এবং
১০. আল্লাহ সম্পর্কে তাদের ভয় প্রদর্শন করতে থাকবে।
— মুসনাদে আহমাদ, হাদীস নং ২২০৭৫