Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,129
- Comments
- 1,321
- Solutions
- 1
- Reactions
- 12,519
- Thread Author
- #1
১. তাকদীরের দৃষ্টিভঙ্গি: তথা তার এ কথা মনে করা যে, তার বিষয়ে যা ঘটেছে তা আল্লাহর ফায়সালা, ইচ্ছা ও নির্ধারণের ভিত্তিতেই ঘটেছে।
যেমন- সে ঠাণ্ডা, ঘরম, রোগ ও ব্যথায় কষ্ট পেয়ে থাকে।
২. ধৈর্যের দৃষ্টিভঙ্গি: সে এ কথা মনে করে যে, এর উপর ধৈর্য ধরা তার জন্য ওয়াজিব। যার পরিণতি খুবই সুন্দর এবং তা করতে পারলে আল্লাহর পক্ষ থেকে উত্তম প্রতিদান মিলবে। বরং একদা তা তার জন্য আনন্দের বিষয় হয়ে দাঁড়াবে।
৩. ক্ষমা, মার্জনা ও সহনশীলতার দৃষ্টিভঙ্গি: সে যখন মার্জনার ফযীলত, সুমিষ্টতা ও পরাক্রমশালীতা দেখে তখন সে অদূরদর্শিতার সমস্যা ছাড়া তা থেকে অন্য দিকে ফিরতে পারে না।
৪. সন্তুষ্টির দৃষ্টিভঙ্গি: এটি ক্ষমা ও মার্জনার উপরে অবস্থিত। এটি কেবল পরিতৃপ্ত মানুষরাই করতে পারে। যাদের অন্তর শান্ত, অবিচল ও অটল। বিশেষ করে যদি এর কারণ হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন। যদি এটি আল্লাহর সন্তুষ্টি ও তাঁর ভালোবাসার জন্য হয়ে থাকে তাহলে সে এর জন্য যে-কোনো বিপদ মেনে নিতে সন্তুষ্ট।"
৫. দয়ার দৃষ্টিভঙ্গি: এটি আগেরটির চাইতেও উন্নত। আর তা হলো অপরাধীর প্রতি দয়া করা। যখনই অপরাধী অপরাধ করবে তখনই সে তার প্রতি দয়া করবে।
[ইমাম ইবনুল কাইয়িম, অন্তরের মহৌষধ; আত তাওহীদ প্রকাশনী]
যেমন- সে ঠাণ্ডা, ঘরম, রোগ ও ব্যথায় কষ্ট পেয়ে থাকে।
২. ধৈর্যের দৃষ্টিভঙ্গি: সে এ কথা মনে করে যে, এর উপর ধৈর্য ধরা তার জন্য ওয়াজিব। যার পরিণতি খুবই সুন্দর এবং তা করতে পারলে আল্লাহর পক্ষ থেকে উত্তম প্রতিদান মিলবে। বরং একদা তা তার জন্য আনন্দের বিষয় হয়ে দাঁড়াবে।
৩. ক্ষমা, মার্জনা ও সহনশীলতার দৃষ্টিভঙ্গি: সে যখন মার্জনার ফযীলত, সুমিষ্টতা ও পরাক্রমশালীতা দেখে তখন সে অদূরদর্শিতার সমস্যা ছাড়া তা থেকে অন্য দিকে ফিরতে পারে না।
৪. সন্তুষ্টির দৃষ্টিভঙ্গি: এটি ক্ষমা ও মার্জনার উপরে অবস্থিত। এটি কেবল পরিতৃপ্ত মানুষরাই করতে পারে। যাদের অন্তর শান্ত, অবিচল ও অটল। বিশেষ করে যদি এর কারণ হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন। যদি এটি আল্লাহর সন্তুষ্টি ও তাঁর ভালোবাসার জন্য হয়ে থাকে তাহলে সে এর জন্য যে-কোনো বিপদ মেনে নিতে সন্তুষ্ট।"
৫. দয়ার দৃষ্টিভঙ্গি: এটি আগেরটির চাইতেও উন্নত। আর তা হলো অপরাধীর প্রতি দয়া করা। যখনই অপরাধী অপরাধ করবে তখনই সে তার প্রতি দয়া করবে।
[ইমাম ইবনুল কাইয়িম, অন্তরের মহৌষধ; আত তাওহীদ প্রকাশনী]