Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Top Active User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 985
- Comments
- 1,171
- Solutions
- 1
- Reactions
- 10,773
- Thread Author
- #1
বেশ কিছু পাপ রয়েছে যাতে লিপ্ত হলে মানুষের রিযিকে বরকত কমে যায়। যেমন-
১. যেনায় লিপ্ত হওয়া। (ইবনু মাজাহ, হা/৪০১৯; ছহীহুত তারগীব, হা/৭৬৫)
২. মাপে বা ওযনে কম দেওয়া। (ছহীহাহ, হা/১০৬)
৩. আল্লাহর বিধান অনুযায়ী বিচার না করা। (ছহীহাহ, হা/৪০০৯)
৪. যাকাত না দেওয়া। (ছহীহাহ, হা/৪০০৯)
৫. সূদ খাওয়া। (বাক্বারাহ, ২/২৭৬)
৬. মিথ্যা কসম করা। (ছহীহাহ, হা/৯৭৮)
৭. মিথ্যা কথা বলা। (বুখারী, হা/২০৭৯)
৮. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। (ছহীহাহ, হা/৯৭৮)
৯. হজ্জ ও ওমরা না করা। (তিরমিযী, হা/৮১০; ছহীহাহ, হা/১১৮৫)
১০. হারাম ও অবাধ্যতায় লিপ্ত হওয়া। (ত্বোয়াহা, ২০/১২৪)
এগুলো ছাড়াও আরো কিছু অপকর্ম রয়েছে যার কারণে সম্পদ কমে যেতে পারে।
১. যেনায় লিপ্ত হওয়া। (ইবনু মাজাহ, হা/৪০১৯; ছহীহুত তারগীব, হা/৭৬৫)
২. মাপে বা ওযনে কম দেওয়া। (ছহীহাহ, হা/১০৬)
৩. আল্লাহর বিধান অনুযায়ী বিচার না করা। (ছহীহাহ, হা/৪০০৯)
৪. যাকাত না দেওয়া। (ছহীহাহ, হা/৪০০৯)
৫. সূদ খাওয়া। (বাক্বারাহ, ২/২৭৬)
৬. মিথ্যা কসম করা। (ছহীহাহ, হা/৯৭৮)
৭. মিথ্যা কথা বলা। (বুখারী, হা/২০৭৯)
৮. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। (ছহীহাহ, হা/৯৭৮)
৯. হজ্জ ও ওমরা না করা। (তিরমিযী, হা/৮১০; ছহীহাহ, হা/১১৮৫)
১০. হারাম ও অবাধ্যতায় লিপ্ত হওয়া। (ত্বোয়াহা, ২০/১২৪)
এগুলো ছাড়াও আরো কিছু অপকর্ম রয়েছে যার কারণে সম্পদ কমে যেতে পারে।
[মাসিক আত-তাহরীক]