সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
S

সালাত মাগরিব সালাতের শুরু এবং শেষ সময়

shipa

Inquisitive

Q&A Master
Salafi User
Threads
347
Comments
400
Reactions
1,792
Credits
2,059
সূর্য পরিপূর্ণভাবে অস্ত গেলে মাগরিব সালাতের সময় শুরু হয় এবং পশ্চিম দিগন্তে রক্তিম আভা (الشفق) ডুবে যাওয়া পর্যন্ত তা অবশিষ্ট থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
وَوَقْتُ صَلَاةِ الْمَغْرِبِ مَالَمْ يَغِبِ الشَّفَقُ
"এবং মাগরিবের সালাতের ওয়াক্ত থাকে যতক্ষণ না শাফাক অন্তর্হিত হয়।" [সহীহ মুসলিম, হা/ ১৪১৯]

শাফাক এর আভিধানিক অর্থ:
الشَّفَقُ: حُمْرَةٌ تَظْهَرُ في الأفُقِ حيث تغْرب الشمسُ، وتستمرُّ من الغروب إلى قبيل العشاء تقريبًا
“শাফাক হল, সূর্যাস্তের পর (পশ্চিম) দিগন্তে যে লাল আভা প্রস্ফুটিত হয় এবং প্রায় ইশার পূর্বক্ষণ পর্যন্ত স্থায়ী হয়।” [আল মাআনি-অনলাইন আরবি অভিধান]

আর ঘড়ির সময়ের হিসেবে সূর্যাস্তের পর থেকে প্রায় ৮৫ বা ৯০ মিনিট পর্যন্ত মাগরিবের সময় অবশিষ্ট থাকে। তারপর ইশার ওয়াক্ত শুরু হয়।

এ বিষয়ে শাইখ বিন বাজ রাহ .এর ফতোয়া প্রদান করা হল:

প্রশ্ন: সম্মানিত শায়খ, আজানের পর সময়ের হিসেবে মাগরিবের সময় কতক্ষণ থাকে?

উত্তর: “বেশিরভাগ এ সময়টা প্রায় দেড় ঘণ্টা। সূর্যাস্ত এবং শাফাক তথা পশ্চিম দিগন্তের রক্তিম আভা অস্তমিত হওয়ার মাঝে সময় থাকে প্রায় দেড় ঘণ্টা বা পাঁচ মিনিট কম দেড় ঘণ্টা। তবে মানুষ সতর্কতার জন্য ‘দেড় ঘণ্টা’ সময় গ্রহণ করেছে। এসময়ের মধ্যে রক্তিম আভা সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায় এবং ইশার সালাতের সময় প্রবেশ করে।
মরুভূমিতে (বা উন্মুক্ত মাঠে দাঁড়িয়ে) এই রক্তিম আভা অদৃশ্য হওয়ার বিষয়ে খোঁজ-খবর নেয়া প্রয়োজন। যে তা পর্যবেক্ষণ করবে এবং ভালো করে খেয়াল করবে সে মিনিটের হিসেবে এসময়-সীমাটা নির্ধারণ করতে সক্ষম হবে। তবে এখন যা গ্রহণ করা হয়েছে তা হল, সর্তকতার স্বার্থে দেড় ঘণ্টা। সূর্যাস্ত থেকে পশ্চিম দিগন্তে লাল আভা ডুবে যাওয়ার সময় দেড় ঘণ্টা।”

[ফাতাওয়া বিন বাজ, নূরুন আলাদ দারব (ফতোয়া বিষয়ক জনপ্রিয় সৌদি রেডিও প্রোগ্রাম) ৭/২৭-২৮]

এখান থেকে বুঝা গেল, মাগরিব সালাতের সময় যথেষ্ট দীর্ঘ। কিন্তু আমাদের সমাজে এ সময়টাকে খুব সংকীর্ণ ভাবা হয়। যার কারণে অধিকাংশ মসজিদে মাগরিবের আজান শেষ হতে না হতেই নামাজ শুরু করে দেয়া হয়। অথচ আরব বিশ্বের মসজিদগুলোতে সাধারণত: আজানের কমপক্ষে ১০ মিনিট পরে সালাতে দাঁড়ায়। এ সময় মানুষ কর্মব্যস্ততা ছেড়ে ওজু করে মসজিদে এসে সুন্দরভাবে দু রাকাআত তাহিয়াতুল মসজিদ পড়ে। তারপর কিছুক্ষণ বসে কুরআন তিলাওয়াত ও জিকির-আজকার করে। তারপর সালাত শুরু হয়।


আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল​
 
Last edited by a moderator:
A

Anonymous User

Guest

জাজাকিল্লাহু খাইর।
অর্থাৎ , ইশা শুরু হওয়ার আগ পর্যন্ত সময় থাকে মাগরিবের!?
আর ফরামের আজান রুটিনে দেখা যাচ্ছে ২ ঘন্টা পর ইশার ওয়াক্ত এর সময় কিন্তু আমার কাছে কুরআন এপে দেড় ঘন্টার একটু আগেই ইশার ওয়াক্ত শুরু দেওয়া। এখন ফোরামের রুটিন টা একটূ ভিন্ন কেন? মানে এটাই কি বাংলাদেশের সময় অনুযায়ী সালাতের সময়? আর ঐ এপ এ বাংলাদেশের লোকেসন অনুযায়ী ই সময় দেওয়া রয়েছে। একটু জানাবেন। আল্লাহুম্মা বারিক ।
 

Syeda Tamanna

Member

Threads
0
Comments
7
Reactions
2
Credits
65
জাজাকিল্লাহু খাইর।
অর্থাৎ , ইশা শুরু হওয়ার আগ পর্যন্ত সময় থাকে মাগরিবের!?
আর ফরামের আজান রুটিনে দেখা যাচ্ছে ২ ঘন্টা পর ইশার ওয়াক্ত এর সময় কিন্তু আমার কাছে কুরআন এপে দেড় ঘন্টার একটু আগেই ইশার ওয়াক্ত শুরু দেওয়া। এখন ফোরামের রুটিন টা একটূ ভিন্ন কেন? মানে এটাই কি বাংলাদেশের সময় অনুযায়ী সালাতের সময়? আর ঐ এপ এ বাংলাদেশের লোকেসন অনুযায়ী ই সময় দেওয়া রয়েছে। একটু জানাবেন। আল্লাহুম্মা বারিক ।
Binte Beelalদেড় দু ঘণ্টায় সমস্যা নেই ঈশা আরও দেরতেও পড়া উত্তম তবে মাগরিবের সময় টা প্রায় দেড় ঘণ্টাই ধরা হয়ে থাকে।
 

Syeda Tamanna

Member

Threads
0
Comments
7
Reactions
2
Credits
65
সেটা বুঝেছি। আমি বলেছি মাগরিবের সময় ইশা হওয়ার আগ পর্যন্ত কিন্তু এখানে দেড় ঘন্টার বেশি সময় পর ইশার ওয়াক্ত দেওয়া। এটাই জিজ্ঞাসা করেছি।
Binte Beelalমাগরিবের সময় ঈশা পর্যন্ত হওয়া জরুরী নয়। কেননা রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর হবে বলে মনে না করতাম, তাহলে তাদেরকে এশার সালাত রাতের এক তৃতীয়াংশ অথবা অর্ধরাত পর্যন্ত দেরি করে আদায়ের নির্দেশ দিতাম’ (আবূ দাঊদ, হা/১৩৬৪; তিরমিযী, হা/১৬৭, সনদ ছহীহ)।
 
Top