উত্তর : পড়া যাবে। মহান আল্লাহ বলেন, ‘কাজেই তোমরা কুরআন থেকে যতটুকু সহজ ততটুকু পড়’ (সূরা আল-মুযযাম্মিল : ২০)। যদিও আগের আয়াতে বলা হয়েছে আর কুরআন তেলাওয়াত করুন ধীরে ধীরে সুস্পষ্টভাবে (সূরা আল-মুযযাম্মিল : ৪)। তবে যারা জানে তাদের জন্য মদ-মাখরাজসহ তেলাওয়াত করা আবশ্যক। কিন্তু যারা জানে না তাদের জন্য এগুলো ছাড়াই তেলাওয়াত করা বৈধ এবং নেকীর অংশীদার হবে ইনশাআল্লাহ। রাসূল (ﷺ) বলেন, ‘কুরআনে অভিজ্ঞরা ক্বিয়ামতের দিন সম্মানিত ফিরিশতাদের সাথে থাকবে ...’। বরং এখানে বলা হয়েছে যারা শিখতে চাই তাদের জন্য দ্বিগুণ নেকী (ছহীহ মুসলিম, হা/৭৯৮)।
- মাসিক আল - ইখলাস, জুন ২০২৩
- মাসিক আল - ইখলাস, জুন ২০২৩