ব্যবহার করতে পারবে না।
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
‘পরচুলা ব্যবহারকারিণী, উল্কি অংকনকারিণী, ভ্রু ব্লাককারিণীর প্রতি আল্লাহ লা‘নত করেছেন’ (সহীহ বুখারী, হা/৪৮৮৬)।
এ ব্যাপারে সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া বোর্ডের বক্তব্য হল, ‘কৃত্রিম নখ, আইলেশ (চোখের পাপড়ি) ও কালারড লেন্স পরা জায়েয নয়। কারণ এতে শরীরের ক্ষয়-ক্ষতি হয়। এছাড়াও এতে ধোঁকা ও প্রতারণার পাশাপাশি রয়েছে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন’ (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমাহ, ১৭তম খণ্ড, পৃ. ১৩৩-১৩৪)।
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
لَعَنَ اللهُ الوَاشِمَاتِ وَالمُوْتَشِمَاتِ وَالمُتَنَمِّصَاتِ وَالمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ المُغَيِّرَاتِ خَلْقَ اللهِ
‘পরচুলা ব্যবহারকারিণী, উল্কি অংকনকারিণী, ভ্রু ব্লাককারিণীর প্রতি আল্লাহ লা‘নত করেছেন’ (সহীহ বুখারী, হা/৪৮৮৬)।
এ ব্যাপারে সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া বোর্ডের বক্তব্য হল, ‘কৃত্রিম নখ, আইলেশ (চোখের পাপড়ি) ও কালারড লেন্স পরা জায়েয নয়। কারণ এতে শরীরের ক্ষয়-ক্ষতি হয়। এছাড়াও এতে ধোঁকা ও প্রতারণার পাশাপাশি রয়েছে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন’ (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমাহ, ১৭তম খণ্ড, পৃ. ১৩৩-১৩৪)।
সূত্র: আল-ইখলাছ।
Last edited: