‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

মসজিদ সম্পর্কিত দুআ


মসজিদে যাওয়ার সময় দুআ

মুআযযিন আযান দিলে, নবী (ﷺ)-এ দুআ পড়তে পড়তে সালাতের উদ্দেশে বেড়িয়ে পড়তেন -

اَللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِيْ نُوْرًا وَّفِي لِسَانِىْ نُوْرًا وَّاجْعَلْ فِي سَمْعِىْ نُوْرًا وَّاجْعَلْ فِي بَصَرِىْ نُوْرًا وَّاجْعَلْ مِنْ خَلْفِي نُوْرًا وَّمِنْ أَمَامِيْ نُوْرًا وَّاجْعَلْ مِنْ فَوْقِىْ نُوْرًا وَّمِنْ تَحْتِىْ نُوْرًا اَللَّهُمَّ أَعْطِنِىْ نُوْرًا​


উচ্চারণঃ আল্লা-হুম্মাজ‘আল ফী ক্বালবী নূরান, ওয়া ফী লিসানী নূরান, ওয়াজ্‌-‘আল ফী সাম্‘য়ী নূরান, ওয়াজ্‌-‘আল ফী বাসারী নূরান, ওয়াজ্‌-‘আল মিন খলফী নূরান, ওয়া মিন আমামী নূরান, ওয়াজ্‌-‘আল মিন ফাওক্বি নূরান, ওয়া মিন তা'হ্‌তী নূরান, আল্লা-হুম্মা আ‘তিনী নূরান

অনুবাদঃ হে আল্লাহ্‌! তুমি আমার অন্তরে, জিহ্বায়, কর্ণে ও চোখে নূর দান করো। আমার পিছনে ও সামনে নূর দান করো। নূর দান করো আমার উপরে ও নীচে। হে আল্লাহ্‌! তুমি আমাকে নূর দান করো।

রেফারেন্স: বুখারীঃ ৬৩১৬



মসজিদে যাওয়ার সময় দুআ #২

اَللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُورًا، وَفِي لِسَانِي نُورًا، وَفِي سَمْعِي نُورًا، وَفِي بَصَرِي نُورًا، وَمِنْ فَوْقِي نُورًا، وَمِنْ تَحْتِي نُورًا، وَعَنْ يَمِينِي نُورًا، وَعَنْ شِمَالِي نُورًا، وَمِنْ أَمَامِي نُورًا، وَمِنْ خَلْفِي نُورًا، وَاجْعَلْ فِي نَفْسِي نُورًا، وَأَعْظِمْ لِي نُورًا، وَعَظِّمْ لِي نُورًا، وَاجْعَلْ لِي نُورًا، وَاجْعَلْنِي نُورًا، اَللَّهُمَّ أَعْطِنِي نُورًا، وَاجْعَلْ فِي عَصَبِي نُورًا، وَفِي لَحْمِي نُورًا، وَفِي دَمِي نُورا، وَفِي شَعْرِي نُورًا، وَفِي بَشَرِي نُورًا​


উচ্চারণঃ আল্লা-হুম্মাজ‘আল ফী ক্বালবী নূরান, ওয়া ফী লিসা-নী নূরান, ওয়া ফী সাম্‘য়ী নূরান, ওয়া ফী বাসারী নূরান, ওয়া মিন ফাওক্বি নূরান, ওয়া মিন তা'হ্‌তী নূরান, ওয়া ‘আন ইয়ামীনী নূরান, ওয়া ‘আন শিমা-লী নূরান, ওয়া মিন আমা-মী নূরান, ওয়া মিন খলফী নূরান, ওয়াজ‘আল ফী নাফ্‌সী নূরান, ওয়া আ‘যিম লী নূরান, ওয়া ‘আয্‌যিম লী নূরান, ওয়াজ‘আল্ লী নূরান, ওয়াজ‘আলনী নূরান; আল্লা-হুম্মা আ‘তিনী নূরান, ওয়াজ‘আল ফী ‘আসাবী নূরান, ওয়া ফী লাহ্‌মী নূরান, ওয়া ফী দামী নূরান, ওয়া ফী শা‘রী নূরান, ওয়া ফী বাশারী নূরান

অনুবাদঃ হে আল্লাহ্‌! আপনি আমার অন্তরে নূর (বা আলো) দান করুন, আমার যবানে নূর দান করুন, আমার শ্রবণশক্তিতে নূর দান করুন, আমার দর্শনশক্তিতে নূর দান করুন, আমার উপরে নূর দান করুন, আমার নীচে নূর দান করুন, আমার ডানে নূর দান করুন, আমার বামে নূর দান করুন, আমার সামনে নূর দান করুন, আমার পেছনে নূর দান করুন, আমার আত্মায় নূর দান করুন, আমার জন্য নূরকে বড় করে দিন, আমার জন্য নূর বাড়িয়ে দিন, আমার জন্য নূর নির্ধারণ করুন, আমাকে আলোকময় করুন। হে আল্লাহ্‌! আমাকে নূর দান করুন, আমার পেশীতে নূর প্রদান করুন, আমার গোশতে নূর দান করুন, আমার রক্তে নূর দান করুন, আমার চুলে নূর দান করুন ও আমার চামড়ায় নূর দান করুন।

রেফারেন্স: বুখারীঃ ৬৩১৬



 

Share this page