সিয়াম মযী নির্গত হওয়া রোযাকে নষ্ট করবে কী?

Joined
Jan 3, 2023
Threads
774
Comments
924
Reactions
8,171
উত্তরঃ মযী বের হলে রোযা নষ্ট হয় না। চাই মযী চিন্তার কারণে বের হোক কিংবা কোন পুরুষ তার স্ত্রীকে চুমো খাওয়ার কারণে বের হোক কিংবা অন্য কোন কারণে বের হোক। এটি ইমাম শাফেয়ি (রহঃ) এর মাযহাব। দেখুন: আল-মাজমু (৬/৩২৩)

শাইখুল ইসলাম (রহঃ) ‘আল-ইখতিয়ারাত’ গ্রন্থে (পৃষ্ঠা-১৯৩) বলেন:

চুম্বন, ছোঁয়া বা পুনঃপুনঃ দৃষ্টির পরিপ্রেক্ষিতে নির্গত মযীর কারণে রোযা ভাঙ্গবে না। এটি আবু হানিফা, শাফেয়ি ও আমাদের কিছু আলেমের অভিমত।[সমাপ্ত]

এটা শাইখ ইবনে উছাইমীনের মনোনীত অভিমত; যেমনটি এসেছে ‘আল-শারহুল মুমতি’ গ্রন্থে (৬/৩৯০)। তিনি বলেন:

এর দলিল হলো এটা রোযাকে ভঙ্গ করবে মর্মে কোন দলিল না-থাকা। কেননা রোযা একটি ইবাদত; যা ব্যক্তি শরয়ি পদ্ধতি মেনে শুরু করেছেন। সুতরাং আমরা তার এই ইবাদতকে কোন দলিল ছাড়া নষ্ট বলতে পারি না।

সূত্রঃ islamqa.info, Fatwa No. 37715
(মযী নির্গত হওয়া রোযাকে নষ্ট করবে না - ইসলাম জিজ্ঞাসা ও জবাব - Salafi Forum URL Shortener)
 
Back
Top