- Joined
- Jul 24, 2023
- Threads
- 520
- Comments
- 533
- Reactions
- 5,571
- Thread Author
- #1
উক্ত মর্মে আরো হাদীস বর্ণিত হয়েছে (সহীহ মুসলিম, হা/১৩৮১)। এর অর্থ হল, খারাপ মানুষ সেখানে আশ্রয় পাবে না। ইমাম নববী (রাহিমাহুল্লাহ) বলেন,
‘যে ব্যক্তির ঈমান খালেছ নয় সে মদীনা থেকে বেরিয়ে পড়বে। আর খালেছ ঈমানদার মদীনাতে থেকে যাবে’। অন্য হাদীসে এসেছে যে, ‘মক্কা-মদীনা ছাড়া সব জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারবে। কারণ মক্কা-মদীনার প্রতিটি প্রবেশপথে ফেরেশতারা সারিবদ্ধভাবে পাহারায় থাকবে। এরপর মদিনা মদিনাবাসী সহ তিনটি ঝাঁকুনি খাবে। এর মাধ্যমে আল্লাহ প্রত্যেক কাফের ও মুনাফিককে বের করে দিবেন’ (সহীহ বুখারী, হা/১৭৮২; সহীহ মুসলিম, হা/১৬০)।
তাই অনীহা প্রকাশ করে মদীনা থেকে বের হতে নিষেধ করা হয়েছে (সহীহ মুসলিম, হা/১৩৮১)।
أَنَّهُ يَخْرُج مِنْ الْمَدِينَة مَنْ لَمْ يَخْلُص إِيمَانه وَيَبْقَى فِيهَا مَنْ خَلَصَ إِيمَانه
‘যে ব্যক্তির ঈমান খালেছ নয় সে মদীনা থেকে বেরিয়ে পড়বে। আর খালেছ ঈমানদার মদীনাতে থেকে যাবে’। অন্য হাদীসে এসেছে যে, ‘মক্কা-মদীনা ছাড়া সব জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারবে। কারণ মক্কা-মদীনার প্রতিটি প্রবেশপথে ফেরেশতারা সারিবদ্ধভাবে পাহারায় থাকবে। এরপর মদিনা মদিনাবাসী সহ তিনটি ঝাঁকুনি খাবে। এর মাধ্যমে আল্লাহ প্রত্যেক কাফের ও মুনাফিককে বের করে দিবেন’ (সহীহ বুখারী, হা/১৭৮২; সহীহ মুসলিম, হা/১৬০)।
তাই অনীহা প্রকাশ করে মদীনা থেকে বের হতে নিষেধ করা হয়েছে (সহীহ মুসলিম, হা/১৩৮১)।
সূত্র: আল-ইখলাছ।
Last edited: