ইমাম মালিক খলিফা মাহদির দরবারে প্রবেশ করলেন। খলিফা তাকে বললেন, আমাকে কিছু নসিহত করুন। ইমাম মালিক তখন বলতে লাগলেন, একমাত্র আল্লাহকে ভয় করবেন। মদিনা ও তার পার্শ্ববর্তী এলাকার মাজলুমদের প্রতি সহানুভূতি দেখাবেন। কারণ, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মদিনা হচ্ছে দারুল হিজরা তথা হিজরত ভূমি। এখানেই আমাকে দাফন করা হবে। আর এখান থেকেই আমি পুনরুত্থিত হব। মদিনার লোকেরা আমার প্রতিবেশী। আমার উম্মতের দায়িত্ব হচ্ছে, আমার প্রতিবেশীকে সম্মান করার মাধ্যমে আমাকে সম্মান করা ও মর্যাদা অক্ষুণ্ণ রাখা। যে তাদের জীবন ও সম্মান রক্ষা করবে, কিয়ামতের দিন আমি তার পক্ষে সাক্ষ্য দেবো এবং সুপারিশ করব।
এ নসিহত শোনার পর থেকে খলিফা মাহদি প্রচুর পরিমাণে দান-সাদাকা শুরু করেন। মদিনার অলি-গলি ঘুরে ঘুরে জনসাধারণের খোঁজখবর নেন। এরপর ইমাম মালিকের সাথে দেখা করে বলেন, আপনার দেওয়া উপদেশ এবং শোনানো হাদিস অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। যতদিন বেঁচে আছি, মদিনা ও তার পার্শ্ববর্তী এলাকার লোকদের পাশে থাকব।
– মালিক : হায়াতুহু ওয়া আসরুহু, পৃষ্ঠা. ৮৩
এ নসিহত শোনার পর থেকে খলিফা মাহদি প্রচুর পরিমাণে দান-সাদাকা শুরু করেন। মদিনার অলি-গলি ঘুরে ঘুরে জনসাধারণের খোঁজখবর নেন। এরপর ইমাম মালিকের সাথে দেখা করে বলেন, আপনার দেওয়া উপদেশ এবং শোনানো হাদিস অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। যতদিন বেঁচে আছি, মদিনা ও তার পার্শ্ববর্তী এলাকার লোকদের পাশে থাকব।
– মালিক : হায়াতুহু ওয়া আসরুহু, পৃষ্ঠা. ৮৩