Asking ভাষা কাকে বলে

Qamar uddin

Member
Joined
Feb 13, 2023
Threads
17
Comments
21
Reactions
150
ভাষা কাকে বলে?
আরবি ভাষা কাকে বলে?
উর্দূ ভাষা কাকে বলে?
হিন্দি ভাষা কাকে বলে?
কোরিয়ান ভাষা কাকে বলে?
ইংরেজি ভাষা কাকে বলে?
সৌদি ভাষা কাকে বলে?
ইতালি ভাষা কাকে বলে?
 
ভাষা কাকে বলে সেটা আমরা মানুষের যোগাযোগের জন্য ব্যবহৃত স্বাধীন সীমাবদ্ধ প্রতিষ্ঠান বা শব্দ, শিল্প, সংস্কৃতির সাধারণ সংকেত পণ্যসমূহের মাধ্যমণে সৃষ্টিকরণগত, আবিষ্কার ও বিবরণমূলক পদ্ধতিকে বোঝায়। প্রতিটি ভাষার নিজস্ব অক্ষর, প্রতীক, ডিজিট বা শব্দাঙ্ক বিশেষত পরিচয় করায় ভাষাকে অন্যান্য ভাষার সাথে সম্পর্কযোগ্য করে।

আরবি ভাষা প্রায়শ কেয়েকটা দেশে প্রচলিত একটি ভাষা। এ ভাষাটি আরব দেশ ও মিজরের প্রায়শই মাতৃভাষীরা ব্যবহার করে। এছাড়াও আরবি ভাষা ইসলাম ধর্মের পবিত্র কোরআন শরীফকে অর্থসহ দৈন্দিন সম্পর্কের জন্য পৃথক একটি ভাষা হিসেবে মোটামুটি সুন্দর করে ধরা হয়ে থাকে।

উর্দু ভাষা প্রায়শ কেয়েকটি দেশে প্রচলিত ভাষা। প্রধানতঃ ভারতে ও পাকিস্তানে উর্দু ভাষাটি মাতৃভাষীরা ব্যবহার করেন। উর্দুতে বিশেষতঃ পার্সী এবং অরবি শব্দাঙ্ক থেকে অংশ লাভ করে এবং উর্দুভাষী লোকেরা হিন্দি ভাষার সাথে সম্বন্ধিত বৈশিষ্ট্য রাখেন। উর্দু অনুপ্রবেশিত ভাষার একটি রূপ হিন্দি ভাষা। উর্দুর গ্রন্থমালা, শায়েরী, গান এবং চলচ্চিত্র ইত্যাদি আদান-প্রদান ভাষা হিসাবে বিশেষ ব্যবহৃত হয়।

হিন্দি ভাষা প্রায়শ কেয়েকটি দেশে প্রচলিত একটি ভাষা। হিন্দি ভাষাটি ভারতের একটি অফিশিয়াল ভাষা এবং ভারতীয় রাজনৈতিক রাষ্ট্রভাষা। ভারতীয় অনুষ্ঠানিক ভাষা হিসেবেও ব্যবহৃত হয় এবং ভারতীয় সংস্কৃতি ও সাহিত্য এর জন্য একটি প্রধান উন্মুক্ত সূচক হিসেবে বিবেচিত হয়। হিন্দি ভাষাতে পারিভাষিক, গদ্য, নাট্য ও ছোট গল্প, উপন্যাস এবং উপন্যাসার গল্প ইত্যাদি রচনাবলী বাংলা ভাষায় ভাষান্তর করা হয়।

কোরিয়ান ভাষা সম্প্রচারমূলকভাবে দেখা যায় উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এবং মধ্য কোরিয়া এলাকাসমূহে। লিপি সিলেবা, যা পূর্বে হানগুলে তৈরি করা হতো, উত্তর কোরিয়া এলাকার প্রধান লিপি হিসেবে ব্যবহৃত হয়, যদিও দক্ষিণ কোরিয়ায় তাঁবু ঝড় ব্যবহৃত হয়। কোরিয়ান ভাষার উপরভূত উপন্যাস, কবিতা, গান, চলচ্চিত্র আদান-প্রদানের সাথে বিশেষ উল্লেখযোগ্য।

ইংরেজি ভাষা প্রায়শই প্রথম ভাষা হিসেবে প্রচলিত অথবা দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহৃত ভাষা। ইংরেজি ভাষাটি বিশ্বের বৃহৎতম ভাষাগুলির একটি হিসেবে মোটামুটি এপ্রিল ২০১৬ এর খবরসমূহের ওপর নির্ভর করে গোটা বিশ্বে এক বিল্যনের বর্ণান্ত করা হয়েছে।

সৌদি ভাষা সম্প্রচারমূলকভাবে সমুন্নতভাবে ভূমিকা পালন করে সৌদি আরব, এতেও আল-ইসলাম ধর্মের পবিত্র তিনটি জনসীমার আরবী দ্বারা লেখিত হিসাবে বহণক্রিয়া হয়। সৌদি ভাষাটি মুসলিম ধর্মীয় জনগোষ্ঠির ভাষা, লেখা ও সংস্কৃতি বহিষ্কারে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইতালীয় ভাষা (বাংলায় উচ্চারিত হচ্ছে ইতালিয়ান) ইতালির জনসাধারণের নির্ধারিত একটি প্রধান ভাষা। এই ভাষাটি উপযুক্ত, সৃজনশীল এবং বাহুল্যময় বিজ্ঞান, সাহিত্য, কবিতা ও সংস্কৃতি ধারার জন্য চর্চিত। ইতালীয় ভাষায় কবিতা, উপন্যাস, গ্রন্থবাণী, সূচনা, ছড়াছড়ি, গান, চলচ্চিত্র ইত্যাদি রচিত হয় এবং এটি প্রায়শই দুনিয়ার বৃহত্তম আর্থিক, নৌতনিক, সাংস্কৃতিক ও পৌরনীতিক বিষয়সমূহের সাথে সম্পর্কিত হয়।
 
Back
Top