সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

যাকাত ও ফিতরা ব্যবহৃত অলংকারের যাকাত দিতে হবে কি?

Mahmud ibn Shahidullah

Knowledge Sharer

ilm Seeker
Q&A Master
Salafi User
Threads
520
Comments
533
Reactions
5,544
Credits
2,602
ব্যবহার্য অলংকারের যাকাত দিতে হবে। যারা দাবী করেন ব্যবহার্য স্বর্ণ বা রূপার যাকাত দেয়া লাগবে না তাদের দাবী সঠিক নয়। কারণ অলঙ্কারে যাকাত দেয়ার পক্ষে অনেক সহীহ হাদীস বর্ণিত হয়েছে। যেমন

عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِىِّ ﷺ فَقَالَتْ دَخَلَ عَلَىَّ رَسُوْلُ اللهِ ﷺ فَرَأَى فِى يَدِى فَتَخَاتٍ مِنْ وَرِقٍ فَقَالَ مَا هَذَا يَا عَائِشَةُ. فَقُلْتُ صَنَعْتُهُنَّ أَتَزَيَّنُ لَكَ يَا رَسُوْلَ اللهِ. قَالَ أَتُؤَدِّينَ زَكَاتَهُنَّ. قُلْتُ لَا أَوْ مَا شَاءَ اللهُ. قَالَ هُوَ حَسْبُكِ مِنَ النَّارِ​

আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, আমরা একদা রাসূল (ﷺ)-এর নিকট উপস্থিত হলে আমার হাতে রৌপ্যের বড় বড় আংটি দেখতে পান। তিনি বললেন, হে আয়েশা! এটা কী? আমি বললাম, হে আল্লাহ্র রাসূল (ﷺ)! আপনার উদ্দেশ্যে সৌন্দর্য বৃদ্ধির জন্য এটা তৈরি করেছি। তিনি জিজ্ঞেস করলনে, তুমি কি এর যাকাত পরিশোধ করে থাক? আমি বললাম, না। তিনি বললেন,

هُوَ حَسْبُكِ مِنَ النَّارِ​

‘তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এটাই যথেষ্ট (আবুদাঊদ হা/১৫৬৫, সনদ সহীহ)।

অন্য হাদীসে এসেছে, আম্র ইবনু শু‘আইব তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা হতে বর্ণনা করেন যে, দু’জন স্ত্রী লোক রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসল। তখন তাদের হাতে দু’টি স্বর্ণের বালা ছিল। রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞেস করলেন, তোমরা কি এর যাকাত আদায় করেছ? তারা বলল, না। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা কি ভালবাস যে, আল্লাহ তা‘আলা ক্বিয়ামতের দিন তোমাদেরকে দু’টি আগুনের বালা পরাবেন? তারা বলল, না। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তাহলে তোমরা এর যাকাত আদায় কর (তিরমিযী হা/৬৩৭, সনদ সহীহ; মিশকাত হা/১৮০৯)।

আরেকটি হাদীসে এসেছে, আম্র ইবনু শু‘আইব তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা হতে বর্ণনা করেন যে, একজন মহিলা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসল। তার সাথে তার মেয়ে ছিল এবং তার হাতে দু’টি স্বর্ণের বালা ছিল। রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞেস করলেন, তুমি কি এর যাকাত আদায় করেছ? সে বলল, না। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি কি পসন্দ করবে যে, আল্লাহ তা‘আলা ক্বিয়ামতের দিন তোমাদেরকে দু’টি আগুনের বালা পরাবেন? রাবী বলেন, এটা শুনা মাত্রই মহিলা বালা দু’টি খুলে রাসূল (ﷺ)-এর দিকে ফেলে দিল এবং বলল, এগুলো আল্লাহ ও তাঁর রাসূলের জন্য (আবুদাঊদ হা/১৫৬৩ সনদ হাসান; নাসাঈ হা/২৪৭৯)।

অন্য হাদীসে এসেছে, আব্দুল্লাহ ইবনু মাসঊদের স্ত্রী যয়নব হতে বর্ণিত, তিনি বলেছেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাদের উপদেশ দিলেন এবং বললেন, হে নারী সমাজ! তোমরা ছাদাক্বাহ কর (যাকাত দাও) যদিও তোমাদের গহনার হোক না কেন। কারণ ক্বিয়ামতের দিন তোমরাই জাহান্নামের অধিক অধিবাসী হবে (তিরমিযী হা/৬৩৫, সনদ সহীহ; মিশকাত হা/১৮০৮)।

সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া বোর্ড, শায়খ বিন বায, শায়খ উছায়মীন প্রমুখ বিদ্বান ব্যবহৃত অলংকারের যাকাত দেয়ার পক্ষে শক্ত ফৎওয়া দিয়েছেন (ফাতাওয়া আল-লাজনাহ আদ-দায়েমাহ, ৯/২৬৭ পৃ.; ফাতাওয়া শায়খ বিন বায, ১৪/৮৪ পৃ.; ফাতাওয়া আরকানুল ইসলাম, ফৎওয়া নং-৩৬৪)।

উল্লেখ্য যে, ‘অলঙ্কারের যাকাত নেই’ মর্মে জাবের (রাযিয়াল্লাহু আনহু) বর্ণিত মাওকূফসূত্রে যে বর্ণনা এসেছে, তা ভিত্তিহীন (দারাকুৎনী, হা/১৯৭৮; বায়হাক্বী, মা‘রেফাতুস সুনান ওয়াল আছার, হা/২৫০৫)। ইমাম বায়হাক্বী নিজেই বলেছেন, এটা বাতিল বর্ণনা (ইরওয়াউল গালীল, হা/৮১৭; যঈফুল জামে‘, হা/৪৯০৬)।



সূত্র: আল-ইখলাছ।​
 
Last edited:
Top