Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Top Active User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 985
- Comments
- 1,171
- Solutions
- 1
- Reactions
- 10,773
- Thread Author
- #1
১. তালাক দেওয়ার পর গর্ভবতীর ইদ্দত হলো সন্তান প্রসব পর্যন্ত (সূরা আত তালাক- ৪)
২. মাসিক হয় এমন মহিলার ইদ্দত হলো তিন মাস (সূরা বাকারাহ- ২২৮)
৩. এই দুই প্রকার (গর্ভবর্তী ও যাদের মাসিক হয়) মহিলা ছাড়া অন্যান্যদের জন্য তিনমাস [সূরা আত তালাক- ৪]
৪. স্বামীর মৃত্যুর কারণে ইদ্দত হলো চারমাস দশদিন (সূরা বাকারাহ- ২৩৪) আর যদি সেই মহিলা গর্ভবর্তী হয়, তাহলে তার ইদ্দত সন্তান প্রসব পর্যন্ত (বুখারী, হা. ৫৩১৮)
৫. যার সাথে সহবাস করা হয়নি তার কোন ইদ্দত নেই (সূরা আহযাব- ৪৯)
৬. দাসী স্বাধীন মহিলার মতোই (অর্থাৎ স্বাধীন মহিলার ইদ্দতের মতোই দাসীর ইদ্দত) [কারণ দাসীদের ব্যাপারে নির্দিষ্ট করে কোনো বিধান বর্ণিত হয়নি]
স্বামীর মৃত্যুর কারণে ইদ্দত পালনকারিণী মহিলার কর্তব্য হলোঃ
১. সৌন্দর্য অবলম্বন না করা (বুখারী, হা. ৫৩৪১)
২. স্বামীর মৃত্যুর সময় অথবা সেই খবর পৌঁছার সময় সে যে বাড়িতে ছিল সে বাড়িতেই অবস্থান করা (অর্থাৎ স্বামীর বাড়িতেই ইদ্দত পালন করা) [আবু দাউদ, হা. ২৩০০; তিরমিজি, হা. ১২০৪]
২. মাসিক হয় এমন মহিলার ইদ্দত হলো তিন মাস (সূরা বাকারাহ- ২২৮)
৩. এই দুই প্রকার (গর্ভবর্তী ও যাদের মাসিক হয়) মহিলা ছাড়া অন্যান্যদের জন্য তিনমাস [সূরা আত তালাক- ৪]
৪. স্বামীর মৃত্যুর কারণে ইদ্দত হলো চারমাস দশদিন (সূরা বাকারাহ- ২৩৪) আর যদি সেই মহিলা গর্ভবর্তী হয়, তাহলে তার ইদ্দত সন্তান প্রসব পর্যন্ত (বুখারী, হা. ৫৩১৮)
৫. যার সাথে সহবাস করা হয়নি তার কোন ইদ্দত নেই (সূরা আহযাব- ৪৯)
৬. দাসী স্বাধীন মহিলার মতোই (অর্থাৎ স্বাধীন মহিলার ইদ্দতের মতোই দাসীর ইদ্দত) [কারণ দাসীদের ব্যাপারে নির্দিষ্ট করে কোনো বিধান বর্ণিত হয়নি]
স্বামীর মৃত্যুর কারণে ইদ্দত পালনকারিণী মহিলার কর্তব্য হলোঃ
১. সৌন্দর্য অবলম্বন না করা (বুখারী, হা. ৫৩৪১)
২. স্বামীর মৃত্যুর সময় অথবা সেই খবর পৌঁছার সময় সে যে বাড়িতে ছিল সে বাড়িতেই অবস্থান করা (অর্থাৎ স্বামীর বাড়িতেই ইদ্দত পালন করা) [আবু দাউদ, হা. ২৩০০; তিরমিজি, হা. ১২০৪]
Last edited: