সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
Mahmud ibn Shahidullah

প্রশ্নোত্তর বিভিন্ন দল ও গ্রুপের মধ্যে যে মতভেদ বিরাজমান সেক্ষেত্রে একজন মুসলিমের অবস্থান কী হবে?

Mahmud ibn Shahidullah

Knowledge Sharer

ilm Seeker
Q&A Master
Salafi User
Threads
520
Comments
533
Reactions
5,445
Credits
2,602
মুসলিমের কর্তব্য হচ্ছে- কুরআন-সুন্নাহ যা প্রমাণ করে তার অনুসরণ করা। এ সত্যের ভিত্তিতে মিত্রতা ও শত্রুতা নির্ধারণ করা। যারা হক্বের বিরোধিতা করে তাদের কর্ম থেকে নিজেকে মুক্ত রাখা ফরয। আল্লাহ্র দ্বীন অভিন্ন। সেটা সরল পথ। এর মানে হল- এক আল্লাহ্র ইবাদত করা ও তাঁর রাসূল মুহাম্মাদ (ﷺ)-এর অনুসরণ করা। সুতরাং মুসলিমের উপর ফরয এ সত্যের অনুসরণ করা; এর উপর অটল থাকা। এক্ষেত্রে আল্লাহর প্রতি মুখলিছ তথা একনিষ্ঠ হওয়া, কোন ধরনের ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারো জন্য পালন না করা। সে সাথে যারা বিভ্রান্ত তাদেরকে কোমলতা ও উপযুক্ত পদ্ধতিতে দলীল-প্রমাণসহ দাওয়াত দেয়া, তাদের কাছে সত্যকে তুলে ধরা দায়িত্ব (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১১৮১০৯)।



সূত্র: আল-ইখলাছ।​
 
Last edited:
COMMENTS ARE BELOW

Reduan khan

Active member

Threads
0
Comments
38
Reactions
4
Credits
19
মুসলিমের কর্তব্য হচ্ছে- কুরআন-সুন্নাহ যা প্রমাণ করে তার অনুসরণ করা। এ সত্যের ভিত্তিতে মিত্রতা ও শত্রুতা নির্ধারণ করা। যারা হক্বের বিরোধিতা করে তাদের কর্ম থেকে নিজেকে মুক্ত রাখা ফরয। আল্লাহ্র দ্বীন অভিন্ন। সেটা সরল পথ। এর মানে হল- এক আল্লাহ্র ইবাদত করা ও তাঁর রাসূল মুহাম্মাদ (ﷺ)-এর অনুসরণ করা। সুতরাং মুসলিমের উপর ফরয এ সত্যের অনুসরণ করা; এর উপর অটল থাকা। এক্ষেত্রে আল্লাহর প্রতি মুখলিছ তথা একনিষ্ঠ হওয়া, কোন ধরনের ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারো জন্য পালন না করা। সে সাথে যারা বিভ্রান্ত তাদেরকে কোমলতা ও উপযুক্ত পদ্ধতিতে দলীল-প্রমাণসহ দাওয়াত দেয়া, তাদের কাছে সত্যকে তুলে ধরা দায়িত্ব (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১১৮১০৯)।



সূত্র: আল-ইখলাছ।​
কুরআন এবং সুন্নাহকে আকরে ধরতে করতে হবে
 
Top