প্রশ্নোত্তর রাসূল (ছাঃ) তার স্ত্রীদের ঘরের বিভিন্ন কাজে সহযোগিতা করতেন কি?

Joined
Feb 23, 2023
Threads
347
Comments
399
Reactions
1,905
রাসূল (ছাঃ) স্ত্রীদের ঘরের বিভিন্ন কাজে সহায়তা করতেন। আয়েশা (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) গৃহস্থালির কাজ করতেন। অর্থাৎ স্ত্রীর কাজে সহযোগিতা করতেন। অতঃপর আযান হ’লে তিনি ছালাতের জন্য বেরিয়ে যেতেন (বুখারী হা/৬৭৬; মিশকাত হা/৫৮১৬)। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) নিজের জুতায় তালি লাগাতেন ও কাপড় সেলাই করতেন। তিনি বাড়ীর কাজ করতেন যেমন তোমরা করে থাক’ (ছহীহ ইবনু হিববান হা/৬৪৪০)। তিনি বলেন, ‘তিনি অন্যান্য মানুষের মত একজন মানুষ ছিলেন। নিজের কাপড়ের উকুন নিজে বাছাই করতেন। বকরী দোহন করতেন ও নিজের কাজ নিজে করতেন’ (শামায়েলে তিরমিযী হা/৩৪৩; মিশকাত হা/৫৮২২; আহমাদ হা/২৬২৩৭; সীরাতুর রাসূল (ছাঃ) ৩য় মুদ্রণ ৭৮৭ পৃ.)।

আত তাহরীক
 
Similar threads Most view View more
Back
Top