হারাম ও কবিরা গুনাহ বিনা অনুমতিতে বই স্ক্যান করে পিডিএফ শেয়ার করা যাবে কী?

Joined
Jun 12, 2024
Threads
198
Comments
283
Solutions
1
Reactions
2,046
আল্লাহ তাআলা বলেন, 'হে মুমিনগণ! তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না; কিন্তু তোমরা পরস্পর রাজি হয়ে ব্যবসা করা বৈধ' (আন-নিসা, ৪/২৯)।

ইবনু উমার রাঃ হতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাঃ বলেছেন, 'কেউ যেন কোনো ব্যক্তির পশুর দুধ তার অনুমতি ব্যতীত দোহন না করে। তোমাদের কেউ কি এটা পছন্দ করবে যে, তার কুটিরে কিছু সঞ্চিত হোক, তারপর অন্য কেউ তার ভাণ্ডার ভেঙ্গে খাদ্য সামগ্রী বের করে নিয়ে যাক? এমনিভাবে পশুদের স্তন তাদের ধনাগার স্বরূপ, তাতে তারা তাদের খাদ্য সামগ্রী সঞ্চয় করে। অতঃপর কেউ যেন কারো পশুর দুগ্ধ মালিকের বিনা অনুমতিতে দোহন না করে' (ছহীহ বুখারী, হা/২৪৩৫; ছহীহ মুসলিম, হা/১৭২৬)
 

Attachments

  • FB_IMG_1729670787064.webp
    FB_IMG_1729670787064.webp
    74.6 KB · Views: 84
আসসালামুয়ালাইকুম ভাই। ক্রয়কৃত বই হয় তাহলে অনুমতির প্রয়োজন নেই কারণ, বিক্রয় করার পর স্বত্ব আর থাকে না। আপনি স্বত্ব সংরক্ষিত করতে চাইলে আপনাকে দান করতে হবে যেমন উমার রা করেছিলেন
ইবনু ’উমার (রাঃ) হতে বর্ণিত। ’উমার খায়বার যুদ্ধে (গনীমাতের) একখন্ড জমিন লাভ করলেন। অতঃপর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বললেন, হে আল্লাহর রসূল! আমি খায়বারে একখন্ড জমিন লাভ করেছি, তার চেয়ে উত্তম সম্পদ আমি আর কক্ষনো লাভ করিনি। হে আল্লাহর রসূল! এখন আমাকে এতে কি করতে বলেন? তখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, আপনি যদি চান তবে এর মূলস্বত্ব রক্ষা করে লভ্যাংশ দান করে দিতে পারেন। তাই ’উমার তা এরূপে দান করলেন যে, তার মূল বিক্রি করা যাবে না, হেবা (দান) করা যাবে না এবং তাতে উত্তরাধিকার প্রবর্তিত হবে না। তা (হতে উৎপাদিত ফল-ফসল) দান করা হবে অভাবগ্রস্তদের মাঝে, আত্মীয়-স্বজনদের মাঝে, দাসমুক্তকরণে, আল্লাহর পথে (জিহাদে), মুসাফিরদের জন্য ও মেহমানদের জন্য। যে উক্ত জমিনের মুতাওয়াল্লী হবে সে জমা না করে তা হতে ন্যায্যভাবে খেতে বা (নিজ পরিবারকে) খাওয়াতে পারবে। এতে কোনো দোষ নেই।
সহীহ : বুখারী ২৭৩৭, মুসলিম ১৬৩২, আবূ দাঊদ ২৮৭৮, নাসায়ী ৩৫৯৯, তিরমিযী ১৩৭৫, ইবনু মাজাহ ২৩৯৬, আহমাদ ৪৬০৮, সহীহ ইবনু খুযায়মাহ্ ২৪৮৩, সহীহ ইবনু হিব্বান ৪৯০১, ইরওয়া ১৫৮২, সহীহ আল জামি‘ ১৪১৮।

কিন্তু বিক্রি করার পর স্বত্ব সংরক্ষিত থাকে না

গ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ)
অধ্যায়ঃ ৮/ সালাত (كتاب الصلاة)
হাদিস নম্বরঃ ৪৫৬


৮/৭০. মসজিদের মিম্বারের উপর ক্রয়-বিক্রয়ের আলোচনা।

৪৫৬. ‘আয়িশাহ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, বারীরাহ (রাযি.) তাঁর নিকট এসে কিতাবাতের* দেনা পরিশোধের জন্য সাহায্য চাইলেন। তখন তিনি বললেনঃ তুমি চাইলে আমি (তোমার মূল্য) তোমার মালিককে দিয়ে দিব এ শর্তে যে, উত্তরাধিকার স্বত্ব থাকবে আমার। তার মালিক ‘আয়িশাহ (রাযি.)-কে বললোঃ আপনি চাইলে বাকী মূল্য বারীরাকে দিতে পারেন। রাবী সুফইয়ান (রহ.) আর একবার বলেছেনঃ আপনি চাইলে তাকে আযাদ করতে পারেন, তবে উত্তরাধিকার স্বত্ব থাকবে আমাদের। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন তখন আমি তাঁর নিকট ব্যাপারটি বললাম। তিনি বললেনঃ তুমি তাকে ক্রয় করে আযাদ করে দাও। কারণ উত্তরাধিকার স্বত্ব থাকে তারই, যে আযাদ করে। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপর দাঁড়ালেন। সুফইয়ান (রহ.) আর একবার বলেনঃ অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে আরোহণ করে বললেনঃ লোকদের কী হলো? তারা এমন সব শর্ত করে যা আল্লাহর কিতাবে নেই। কেউ যদি এমন শর্তারোপ করে যা আল্লাহর কিতাবে নেই, তার সে শর্তের কোন মূল্য নেই। এমনকি এরূপ শর্ত একশবার আরোপ করলেও। মালিক (রহ.).....‘আমরা (রহ.) হতে বারীরাহ (রাযি.)-এর ঘটনা বর্ণনা করেছেন, তবে মিম্বারে আরোহণ করার কথা উল্লেখ করেননি।

‘আলী ইবনু ‘আবদুল্লাহ ‘আমরাহ (রহ.) হতে অনুরূপ বর্ণনা করেছেন। জা‘ফর ইবনু ‘আওন (রহ.) ইয়াহইয়া (রহ.)-এর মাধ্যমে ‘আমরাহ (রহ.) হতে বর্ণনা করেন, তিনি বলেছেন, আমি ‘আয়িশাহ (রাযি.) হতে শুনেছি। (১৪৯৩, ২১৫৫, ২১৬৮, ২৫৩৬, ২৫৬০, ২৫৬১, ২৫৬৩, ২৫৬৪, ২৫৬৫, ২৫৭৮, ২৭১৭, ২৭২৬, ২৭২৯, ২৭৩৫, ৫০৯৭, ৫২৭৯, ৫২৮৪, ৫৪৩০, ৬৭১৭, ৬৭৫১, ৬৭৫৪, ৬৭৫৮, ৬৭৬০) (আধুনিক প্রকাশনীঃ৪৩৬ , ইসলামিক ফাউন্ডেশনঃ ৪৪২)

*কিতাবাতঃ দাসত্ব থেকে মুক্তিলাভের উদ্দেশ্যে মনিবের সঙ্গে কিস্তি হিসেবে মুক্তিপণ পরিশোধের চুক্তি। হাদিসের মানঃ সহিহ (Sahih) সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন) | হাদিস: ৪৫৬ [ ]

ভাই বিক্রি করা অর্থ অপরকে সম্পদের বিনিময়ে মালিক বানিয়ে দেওয়া। সেখানে আর কারো অধিকার খাটে না। আরো বিস্তারিত জানতে আমার কাছে দুইটি পিডিএফ ফাইল আছে কিন্তু এখানে এগুলো আপলোড করা যায় না কি জানি হাবিব ভাই এই কমেন্ট ডিলিট করতে পারে। আসলে যে যেইমত ফলোকরে তার থেকে বেরুতে চাইনা।
 
বেশি গবেষণা করার প্রয়োজন নেই শুধুমাত্র এইটুকু ভাবুন। আপনার মৃত্যুর পর সেই বইটির মালিক হয় আপনার ওয়ারিশগ। তাহলে যদি আপনার কাছে বিক্রির পর স্বত্ব না আসে তাহলে সেই সম্পদ কিভাবে আপনার ওয়ারিশ পেতে পারে? স্বত্ব যদি সংরক্ষিত থাকে তাহলে আপনার মৃত্যুর পর তা প্রকাশনায় ফিরে যাওয়ার কথা। তাহলে কি আপনার ওয়ারিশগন অপরের সম্পদের ওয়ারিশ হয়। আসলে এটা নিয়ে আমার কাছে বিস্তারিত আলোচনা আছে। কিন্তু হাবিব ভাই না করেছে এই ফোরামে আপলোড দিতে তাই আমি আর দেয়না। তবে একটি বিষয়ে সবায় সতর্ক থাকবেন এমন কিছুকে হারাম বইলেন না যা আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন। আর উপরে যেসব হাদীস বর্ণনা করেছেন তা একবার খেয়াল করুন। আলোচনা হল বিক্রয় করার পর স্বত্ব থাকে কি থাকে না? আর সম্মানিত ভাই চুরির হাদীস পেশ করেছেন। বিক্রয় করা আর চুরি করা এক নয়। আমি নিজে mod APK ব্যবহার করার বিপক্ষে কারণ তারা আপনাকে APK বিক্রয় করে না তারা শুধু সার্ভিস বিক্রি করে কেউ মাসিক কেউ বাৎসরিক কেউ লাইফ টাইম। তাই মনে করেন না আমি কপিরাইট আইন মানিনা? হা! এটা বলতে পারেন আমি অবৈধ কপিরাইট আইন মানি না।
 
Similar threads Most view View more
Back
Top