MD Rafin Rumman
Member
- Joined
- May 22, 2024
- Threads
- 14
- Comments
- 23
- Reactions
- 161
- Thread Author
- #1
শাইখ ইবন উসাইমিন রহিমাহুল্লাহ বলেন:
"আমরা বলি: লোকেরা (যারা নিজেদেরকে ইসলামের দিকে সম্পৃক্ত করে) মূলত ৪ প্রকারের।
১. মুবতাদিঈ খালিস (খাঁটি বিদ'আতী): এরকম লোকের কাছে সুন্নাহর কোনো কিছুই নেই। এরকম ব্যক্তি জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। এবং এ নিয়ে কোনো ইশকাল (অসুবিধা) নেই।
২. মুবতাদিঈ মুখতালিত্ব (মিশ্রিত বিদ'আতী): এরকম লোক জাহান্নামে যাওয়ার হকদার কিন্তু সে সেখানে চিরকাল অবস্থান করবে না।
৩. সুন্নী খালিস (খাঁটি সুন্নাহপন্থী): এরকম লোক জান্নাতে যাবে এবং সে জাহান্নামের হকদার নয়।
৪. সুন্নী মুখতালিত্ব (মিশ্রিত সুন্নাহপন্থী): এদের সম্পর্কে কুরআনে বলা হয়েছে," আর কতক লোক আছে যারা তাদের অপরাধ স্বীকার করেছে, তারা সৎকর্মের সাথে অসৎকর্মের মিশ্রণ ঘটিয়েছে। " (সূরা তওবাহ, আয়াত ১০২)। এরকম লোক জাহান্নামে যাওয়ার হকদার কিন্তু সে সেখানে চিরকাল অবস্থান করবে না।"
"আমরা বলি: লোকেরা (যারা নিজেদেরকে ইসলামের দিকে সম্পৃক্ত করে) মূলত ৪ প্রকারের।
১. মুবতাদিঈ খালিস (খাঁটি বিদ'আতী): এরকম লোকের কাছে সুন্নাহর কোনো কিছুই নেই। এরকম ব্যক্তি জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। এবং এ নিয়ে কোনো ইশকাল (অসুবিধা) নেই।
২. মুবতাদিঈ মুখতালিত্ব (মিশ্রিত বিদ'আতী): এরকম লোক জাহান্নামে যাওয়ার হকদার কিন্তু সে সেখানে চিরকাল অবস্থান করবে না।
৩. সুন্নী খালিস (খাঁটি সুন্নাহপন্থী): এরকম লোক জান্নাতে যাবে এবং সে জাহান্নামের হকদার নয়।
৪. সুন্নী মুখতালিত্ব (মিশ্রিত সুন্নাহপন্থী): এদের সম্পর্কে কুরআনে বলা হয়েছে," আর কতক লোক আছে যারা তাদের অপরাধ স্বীকার করেছে, তারা সৎকর্মের সাথে অসৎকর্মের মিশ্রণ ঘটিয়েছে। " (সূরা তওবাহ, আয়াত ১০২)। এরকম লোক জাহান্নামে যাওয়ার হকদার কিন্তু সে সেখানে চিরকাল অবস্থান করবে না।"