মূলনীতি: শরীয়তে যে পরিমাণ অনুমোদিত ইবাদত তার অতিরিক্ত ইবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি আশ্রয় গ্রহণ করে নিজের উপর কঠোরতা ও কষ্টসাধ্য বিষয় আরোপ করা বিদআত বলে বিবেচিত।
উদাহরণ:
১. কঠোরতা করে সারারাত জেগে নিদ্রা পরিহার করে কিয়ামুল লাইল এর মাধ্যমে এবং ভঙ্গ না করে সারা বছর রোজা রাখার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা এবং অনুরূপভাবে স্ত্রী, পরিবার ও সংসার ত্যাগ করে বৈরাগ্যবাদের ব্রত গ্রহণ করা।
২. হজ্জের সময় জামারায় বড় বড় পাথর দিয়ে রমী করা, এ কারণে যে, এগুলো ছোট পাথরের চেয়ে পিলারে জোরে আঘাত হানবে এবং এটা এ উদ্দেশ্যে যে, শয়তান এতে বেশি ব্যথা পাবে।
সূত্র: 'সহীহ ইসলামী আকীদা' বই থেকে, পৃ: ১৭৭; লেখক - ড. মুহাম্মদ সাইফুল্লাহ, প্রকাশনী- মাকতাবাত আল মুফলিহুন
উদাহরণ:
১. কঠোরতা করে সারারাত জেগে নিদ্রা পরিহার করে কিয়ামুল লাইল এর মাধ্যমে এবং ভঙ্গ না করে সারা বছর রোজা রাখার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা এবং অনুরূপভাবে স্ত্রী, পরিবার ও সংসার ত্যাগ করে বৈরাগ্যবাদের ব্রত গ্রহণ করা।
২. হজ্জের সময় জামারায় বড় বড় পাথর দিয়ে রমী করা, এ কারণে যে, এগুলো ছোট পাথরের চেয়ে পিলারে জোরে আঘাত হানবে এবং এটা এ উদ্দেশ্যে যে, শয়তান এতে বেশি ব্যথা পাবে।
সূত্র: 'সহীহ ইসলামী আকীদা' বই থেকে, পৃ: ১৭৭; লেখক - ড. মুহাম্মদ সাইফুল্লাহ, প্রকাশনী- মাকতাবাত আল মুফলিহুন
Last edited: