মূলনীতি: অমুসলিমদের সাথে খাস যে সকল প্রথা ও ইবাদত রয়েছে মুসলিমদের মধ্যে সেগুলো অনুসরণ করা বিদআত বলে গণ্য হবে। কেননা অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ করা মূলত নিষিদ্ধ বিষয়।
উদাহরণ: কাফেরদের উৎসব ও পর্ব অনুষ্ঠানের অনুকরণে উৎসব ও পর্ব পালন করা। ইমাম যাহাবী (রহ.) বলেন, "জন্ম উৎসব, নববর্ষ উৎসব পালনের মাধ্যমে অমুসলিমদের অনুকরণ নিকৃষ্ট বিদআত" (আত- তামাসসুক বিসসুনান, পৃ: ১৩০)
সূত্র: 'সহীহ ইসলামী আকীদা' বই থেকে, পৃ: ১৭৯; লেখক - ড. মুহাম্মদ সাইফুল্লাহ, প্রকাশনী- মাকতাবাত আল মুফলিহুন
উদাহরণ: কাফেরদের উৎসব ও পর্ব অনুষ্ঠানের অনুকরণে উৎসব ও পর্ব পালন করা। ইমাম যাহাবী (রহ.) বলেন, "জন্ম উৎসব, নববর্ষ উৎসব পালনের মাধ্যমে অমুসলিমদের অনুকরণ নিকৃষ্ট বিদআত" (আত- তামাসসুক বিসসুনান, পৃ: ১৩০)
সূত্র: 'সহীহ ইসলামী আকীদা' বই থেকে, পৃ: ১৭৯; লেখক - ড. মুহাম্মদ সাইফুল্লাহ, প্রকাশনী- মাকতাবাত আল মুফলিহুন
Last edited: