অন্যান্য বিদআতের ভয়াবহতা !!

Joined
Jun 12, 2024
Threads
198
Comments
283
Solutions
1
Reactions
2,046
প্রিয় নবী মুহাম্মদ ﷺ বলেছেন:
"কুল্লু বিদআতিন দলালা"
অর্থঃ প্রতিটা বিদআতই পথভ্রষ্টতা

বুখারীঃ ৭২৭৭, ৬০৯৮, মুসলিমঃ ১৮৯০, আবু দাউদঃ ৩৯৯১, ৪৬০৬, ৪৬০৭, , তিরমিজিঃ ২৬৭৬, ইবনে মাজাহঃ ৪২, ৪৫, রিয়াদুস সলেহিনঃ ১৬১, ১৭৪, ১৭৫, বুলুগুল মারামঃ ৪৫১, মিশকাতঃ ১৬৫
মুসলিমঃ ৪৭০, ৪৭১, ৪৭২, ৫৮৬৩, ৫৮৬৮, ৫৮৯০,


প্রত্যেক বিদাআত হল ভ্রষ্টতা এবং ভ্রষ্টতার পরিনাম জাহান্নাম"

عَنْ جَابِرٍ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيْثِ كِتَابُ اللهِ وَخَيْرَ الْهَدْىِ هَدْىُ مُحَمَّدٍ وَشَرَّ الأُمُوْرِ مُحْدَثَاتُهَا وَكُلُّ بِدْعَةٍ ضَلاَلَةٌ. وَفِيْ نَسَائِي (وَكُلُّ ضَلاَلَةٍ فِى النَّارِ).

জাবের (রাঃ) থেকে বর্ণিতঃ:

রাসূল (ﷺ)
হামদ ও ছালাতের পর বলেন, ‘নিশ্চয়ই শ্রেষ্ঠ বাণী হ’ল আল্লাহর কিতাব এবং শ্রেষ্ঠ হেদায়াত হ’ল মুহাম্মাদের হেদায়াত।
আর নিকৃষ্টতম কাজ হ’ল দ্বীনের মধ্যে নতুন সৃষ্টি এবং প্রত্যেক নতুন সৃষ্টিই হ’ল ভ্রষ্টতা’, আর ‘প্রত্যেক ভ্রষ্টতার পরিণতি জাহান্নাম’

উপদেশঃ ১৬৫ , আন নাসায়ীঃ ১৫৭৮, (ইফাঃ ১৫৮১)

বিদআত আমল নষ্ট করে, ইবাদত কবুল হয় না
সুরা কাহাফঃ ১০৩, ১০৪

নবী (ﷺ) বলেছেনঃ
"বিদআতকারীর কোন ইবাদত কবুল হয় না।"

বুখারীঃ ৩১৭৯, ৩১৭২, ৬৭৫৫, ৭৩০৬, ১৮৭০,
মুসলিমঃ ৩৬৮৬, ৫০১৮, ৫০২০, আন নাসায়ীঃ ৪৭৩৪ , আবু দাউদঃ ২০৩৪, ৪৫৩০ , তিরমিজিঃ ২১২৭, রিয়াদুস সলেহিনঃ ১৮১৩, মিশকাতঃ ২৭২৮


বিদআত কারিরা হাউজে কাউছারের পানি পান করতে পারবে না !!

বুখারীঃ ৪৭৪০, ৭০৪৮, ৭০৪৯, ৭০৫০
মুসলিমঃ ৪৭০, ৪৭১, ৪৭২, ৫৮৬৩, ৫৮৬৮, ৫৮৯০, আন নাসায়ীঃ ৯০৪, তিরমিজিঃ ৩১৬৭, ইবনে মাজাহঃ ৪৩০৬ ,রিয়াদুস সলেহিনঃ ১৬৯, হাদিস সম্ভারঃ ৪৪, ১৪৯, ১৪৯৫, সহিহ ফাযায়েলে আমলঃ ৭৮ ,সহিহ হাদিসে কুদসিঃ ৮২


আল্লাহ তায়া’লা বলেন:
فَلْيَحْذَرْ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ
“অতএব, যারা তাঁর [নবীর (ﷺ)] আদেশের বিরুদ্ধাচরণ করে, তারা এ বিষয়ে সতর্ক হোক যে, ফিতনা (বিপর্যয়) তাদেরকে গ্রাস করবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে আক্রমণ করবে।”
সূরা নূরঃ ৬৩
 
Last edited:
Similar threads Most view View more
Back
Top