Knowledge Sharer
ilm Seeker
Uploader
Salafi User
- Joined
- Jan 12, 2023
- Threads
- 864
- Comments
- 1,113
- Solutions
- 20
- Reactions
- 13,043
- Thread Author
- #1
প্রশ্ন: সাজসজ্জা এবং সুগন্ধি ব্যবহার করে সাথে সাথে স্কুলে চলে যাওয়া কি একজন নারীর জন্য বৈধ? আরেকটি প্রশ্ন, একজন মুসলিম নারীর জন্য অন্যান্য নারীর সামনে কোনো ধরনের রূপসজ্জা প্রকাশ করা হারাম?
উত্তর: নারীদের জন্য সুগন্ধি ব্যবহার করে বাজারে বের হওয়া হারাম। রাসূল (ﷺ) বলেন, 'কোনো নারী যদি সুগন্ধি ব্যবহার করে কোনো মজলিসের নিকট দিয়ে অতিক্রম করে, তাহলে সে এইরূপ, এইরূপ। অর্থাৎ সে ব্যভিচারিণী'। কেননা সুগন্ধি ব্যবহার করে বাজারে বের হলে ফেতনার আশঙ্কা থাকে।
তবে যাদের সামনে সুগন্ধি মেখে যাওয়া বৈধ, তাদের সাথে যদি সুগন্ধি মেখে গাড়িতে উঠে সরাসরি কর্মস্থলে চলে যায় এবং আশেপাশে কোনো পরপুরুষ না থাকে, তাহলে কোনো সমস্যা নেই। কেননা এক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই। সে বাড়িতে যেমন, গাড়িতেও তেমন। তবে কর্মস্থলে যাওয়ার সময় যদি পরপুরুষদের পাশ দিয়ে অতিক্রম করতে হয়, তাহলে সুগন্ধি ব্যবহার করা বৈধ হবে না। উল্লেখ্য, কোনো ব্যক্তির জন্য তার স্ত্রী বা কন্যাকে বেগানা ড্রাইভারের সাথে গাড়িতে একাকী চড়তে দেওয়া অনুচিত। কেননা এটি স্পষ্ট নির্জনতা, যা থেকে রাসূল (ﷺ) নিষেধ করেছেন।
দ্বিতীয় প্রশ্নের জবাবে বলব, কোনো নারী যদি অন্যান্য নারীর সামনে প্রচলিত রীতিনীতির বাইরে সাজসজ্জা না করে, তবে তা বৈধ। তবে যদি তার পোশাক খুবই পাতলা হয় এবং এতে তার ত্বক স্পষ্ট বুঝা যায় অথবা তার পোশাক এমন টাইট হয়, যাতে তার স্পর্শকাতর অঙ্গগুলো প্রকাশ পায়, তাহলে এটি হারাম।
রাসূল (ﷺ) বলেন, 'জাহান্নামীদের মধ্যে দুই শ্রেণির মানুষকে আমি এখনো বাস্তবে দেখিনি। ১. ঐ সমস্ত মানুষ, যাদের নিকট গরুর লেজের মতো চাবুক থাকবে। তারা এর দ্বারা লোকজনকে অন্যায়ভাবে প্রহার করবে। ২. ঐ সমস্ত মহিলা, যারা পোশাক পরা সত্ত্বেও তাদের নগ্নতা প্রকাশ পায়, আকর্ষণকারিণী ও আকৃষ্টা। যাদের মাথার খোঁপা বুখতী উটের উঁচু কুঁজের ন্যায়। তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, এমনকি জান্নাতের সুগন্ধিও পাবে না। অথচ জান্নাতের সুগন্ধি এত এত দূরত্ব থেকে পাওয়া যায়'।"
উত্তর: নারীদের জন্য সুগন্ধি ব্যবহার করে বাজারে বের হওয়া হারাম। রাসূল (ﷺ) বলেন, 'কোনো নারী যদি সুগন্ধি ব্যবহার করে কোনো মজলিসের নিকট দিয়ে অতিক্রম করে, তাহলে সে এইরূপ, এইরূপ। অর্থাৎ সে ব্যভিচারিণী'। কেননা সুগন্ধি ব্যবহার করে বাজারে বের হলে ফেতনার আশঙ্কা থাকে।
তবে যাদের সামনে সুগন্ধি মেখে যাওয়া বৈধ, তাদের সাথে যদি সুগন্ধি মেখে গাড়িতে উঠে সরাসরি কর্মস্থলে চলে যায় এবং আশেপাশে কোনো পরপুরুষ না থাকে, তাহলে কোনো সমস্যা নেই। কেননা এক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই। সে বাড়িতে যেমন, গাড়িতেও তেমন। তবে কর্মস্থলে যাওয়ার সময় যদি পরপুরুষদের পাশ দিয়ে অতিক্রম করতে হয়, তাহলে সুগন্ধি ব্যবহার করা বৈধ হবে না। উল্লেখ্য, কোনো ব্যক্তির জন্য তার স্ত্রী বা কন্যাকে বেগানা ড্রাইভারের সাথে গাড়িতে একাকী চড়তে দেওয়া অনুচিত। কেননা এটি স্পষ্ট নির্জনতা, যা থেকে রাসূল (ﷺ) নিষেধ করেছেন।
দ্বিতীয় প্রশ্নের জবাবে বলব, কোনো নারী যদি অন্যান্য নারীর সামনে প্রচলিত রীতিনীতির বাইরে সাজসজ্জা না করে, তবে তা বৈধ। তবে যদি তার পোশাক খুবই পাতলা হয় এবং এতে তার ত্বক স্পষ্ট বুঝা যায় অথবা তার পোশাক এমন টাইট হয়, যাতে তার স্পর্শকাতর অঙ্গগুলো প্রকাশ পায়, তাহলে এটি হারাম।
রাসূল (ﷺ) বলেন, 'জাহান্নামীদের মধ্যে দুই শ্রেণির মানুষকে আমি এখনো বাস্তবে দেখিনি। ১. ঐ সমস্ত মানুষ, যাদের নিকট গরুর লেজের মতো চাবুক থাকবে। তারা এর দ্বারা লোকজনকে অন্যায়ভাবে প্রহার করবে। ২. ঐ সমস্ত মহিলা, যারা পোশাক পরা সত্ত্বেও তাদের নগ্নতা প্রকাশ পায়, আকর্ষণকারিণী ও আকৃষ্টা। যাদের মাথার খোঁপা বুখতী উটের উঁচু কুঁজের ন্যায়। তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, এমনকি জান্নাতের সুগন্ধিও পাবে না। অথচ জান্নাতের সুগন্ধি এত এত দূরত্ব থেকে পাওয়া যায়'।"
মুসলিম পরিবার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী
মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী
প্রশ্ন: কোনো কোনো নারীকে একটি কথা পুনরাবৃত্তি করতে দেখা যায়, যেটি তারা আলেমদের কাছ থেকে শুনেছে বলে দাবি করে। সেটি হচ্ছে, যে নারী বাড়িতে থাকা অবস্থায় তার হাতের কনুই প্রকাশ করবে, কিয়ামতের দিন তার কনুই আগুনে পুড়বে। সাধারণত কিছু নারীর জামার হাতা সামান্য লম্বা হয়, আবার অনেকের কনুই পর্যন্ত থাকে। এর হুকুম জানিয়ে বাধিত করবেন।
উত্তর: ক্বিয়ামতের দিন কনুই পুড়ে যাওয়ার যে শাস্তির কথা বলা হয়েছে, তার কোনো ভিত্তি নেই। তবে স্বামী এবং মাহরাম পুরুষ ছাড়া পরপুরুষদের সামনে হাতের কনুই প্রকাশ করা হারাম। নারীদের উচিত, শালীনতা বজায় রাখা, সাধ্যমতো পর্দা করা এবং দুই হাতের কনুই ঢেকে রাখা। তবে বাড়িতে যদি...
উত্তর: ক্বিয়ামতের দিন কনুই পুড়ে যাওয়ার যে শাস্তির কথা বলা হয়েছে, তার কোনো ভিত্তি নেই। তবে স্বামী এবং মাহরাম পুরুষ ছাড়া পরপুরুষদের সামনে হাতের কনুই প্রকাশ করা হারাম। নারীদের উচিত, শালীনতা বজায় রাখা, সাধ্যমতো পর্দা করা এবং দুই হাতের কনুই ঢেকে রাখা। তবে বাড়িতে যদি...
- Abu Abdullah
- Replies: 0
- Forum: মহিলা অঙ্গন