Active member
যে আমলে বারাকাহ আসে :
১. কল্যান
২. উপকারি
৩. সমৃদ্ধি
৪. প্রাচুর্য
৫. দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকা, ইত্যাদি।
এই বারাকাহ স্বাদ কলুষিত হৃদয় আস্বাদন করতে পারে না। আল্লাহ তা'য়াল যাদের উপর রহম করেছে, সংকীর্ণতা থেকে মুক্ত রেখেছে, দিয়েছে “কালবুন সালীম ” তারাই এর স্বাদ আস্বাদন করার তাওফিক হয়েছে।
প্রোডাক্টিভিটিলেস লাইফ থেকে ইউটার্ণ করতে চাইলে, স্রেফ আল্লাহ সন্তোষ্টির জন্য আল্লাহ দিকে ফিরে আসতে হবে।
বরকতময় তিনি যার হাতে সর্বময় কর্তৃত্ব। আর তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান।...(সূরা মুলক ৬৭:১)
হাদিসে কুদসিতে বর্ণিত আছে, “নিশ্চয় আল্লাহ তা’আলা বলেন, হে আদম সন্তান! আমার ইবাদতের জন্য ব্যস্ততা হতে মুক্ত হও। আমি তোমাদের হৃদয়কে অভাব-মুক্তি দ্বারা পরিপূর্ণ করে দিব এবং তোমার দরিদ্রতার পথ বন্ধ করে দিব। আর যদি তা না করো, তবে আমি তোমার হাতকে (দুনিয়ার) ব্যস্ততায় পূর্ণ করে দেবো এবং তোমার অভাব মিটাব না।” - মিশকাতুল মাসাবীহ হা/৫১৭২
অর্থাৎ আল্লাহ তা'য়ালার ইবাদত থেকে গাফেলতির ফলাফলই হচ্ছে প্রোডাক্টিভিটিলেস এর কারণ। অপর দিকে যদি আমরা সময় বের করতে পারি তাহলে আমাদের অন্তরের প্রাচুর্য বৃদ্ধি হবে, সংকীর্ণতা দূর হবে। সার্বিক দিক দিয়ে প্রোডাক্টিভিটি আসবে।
২. নিয়মিত কুরআন তিলওয়াত করা। - [ সূরা আনআম ৬ | আয়াত ১৫৫ ]
৩. সূরা বাকার তিলওয়াত করা। - [ সহীহ মুসলিম হা/১৭৫৯ ]
৪. ক্রয়-বিক্রয়ে সচ্চ থাকা সত্য বলা। - [ সহীহ বুখারী হা/২০৭৯ ]
৫. ঈদের সালাতে উপস্থিত থাকা। - [ সহীহ বুখারী হা/৯৭১ ]
৬. সাহরি খাওয়া৷ - [ সহীহ বুখারী হা/১৯২৩ ]
৭. ভোরে ভোরে ঘুম থেকে ওঠা। - [ সুনান আবূ দাউদ হা/২৬০৬ ]
৮. অল্পতেই সন্তোষমনে সম্পদগ্রহণ করা। - [ সহীহ বুখারী হা/১৪৭২ ]
৯. খাওয়ার আদব ও সুন্নাহ মেনে খাওয়া;
রেফারেন্স : কুরআন ও সুন্নাহর আলোকে মুসলিম জীবনের আদব-কায়দা দশম অধ্যায় - পানাহারের আদবসমূহ ইসলামহাউজ.কম
১০. বারকতময় খাবার গ্রহন করা।
লেখক : তাজুল ইসলাম
২৭ সফর ১৪৪৬
বারাকাহ কী:
কুরআনুল কারিমের ৩০+ স্থানে এই শব্দটি বিভিন্নভাবে এসেছে এবং এর একাধিক অর্থ ব্যবহার আছে। যেমন ;১. কল্যান
২. উপকারি
৩. সমৃদ্ধি
৪. প্রাচুর্য
৫. দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকা, ইত্যাদি।
বারাকাহ সহজ অর্থ:
যখন কোনো কিছুর কল্যাণ স্থায়ীভাবে প্রবৃদ্ধি লাভ করে,তখন তাকে বারাকাহ বলে।এই বারাকাহ স্বাদ কলুষিত হৃদয় আস্বাদন করতে পারে না। আল্লাহ তা'য়াল যাদের উপর রহম করেছে, সংকীর্ণতা থেকে মুক্ত রেখেছে, দিয়েছে “কালবুন সালীম ” তারাই এর স্বাদ আস্বাদন করার তাওফিক হয়েছে।
প্রোডাক্টিভিটিলেস লাইফ থেকে ইউটার্ণ করতে চাইলে, স্রেফ আল্লাহ সন্তোষ্টির জন্য আল্লাহ দিকে ফিরে আসতে হবে।
{تَبَٰرَكَ ٱلَّذِى بِيَدِهِ ٱلْمُلْكُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ }
বরকতময় তিনি যার হাতে সর্বময় কর্তৃত্ব। আর তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান।...(সূরা মুলক ৬৭:১)
হাদিসে কুদসিতে বর্ণিত আছে, “নিশ্চয় আল্লাহ তা’আলা বলেন, হে আদম সন্তান! আমার ইবাদতের জন্য ব্যস্ততা হতে মুক্ত হও। আমি তোমাদের হৃদয়কে অভাব-মুক্তি দ্বারা পরিপূর্ণ করে দিব এবং তোমার দরিদ্রতার পথ বন্ধ করে দিব। আর যদি তা না করো, তবে আমি তোমার হাতকে (দুনিয়ার) ব্যস্ততায় পূর্ণ করে দেবো এবং তোমার অভাব মিটাব না।” - মিশকাতুল মাসাবীহ হা/৫১৭২
অর্থাৎ আল্লাহ তা'য়ালার ইবাদত থেকে গাফেলতির ফলাফলই হচ্ছে প্রোডাক্টিভিটিলেস এর কারণ। অপর দিকে যদি আমরা সময় বের করতে পারি তাহলে আমাদের অন্তরের প্রাচুর্য বৃদ্ধি হবে, সংকীর্ণতা দূর হবে। সার্বিক দিক দিয়ে প্রোডাক্টিভিটি আসবে।
আমল গুলো হলো
১. ঈমান ও তাকওয়া অবল্বন করা। - [ সূরা আরাফ ৭ | আয়াত ৯৬ ]২. নিয়মিত কুরআন তিলওয়াত করা। - [ সূরা আনআম ৬ | আয়াত ১৫৫ ]
৩. সূরা বাকার তিলওয়াত করা। - [ সহীহ মুসলিম হা/১৭৫৯ ]
৪. ক্রয়-বিক্রয়ে সচ্চ থাকা সত্য বলা। - [ সহীহ বুখারী হা/২০৭৯ ]
৫. ঈদের সালাতে উপস্থিত থাকা। - [ সহীহ বুখারী হা/৯৭১ ]
৬. সাহরি খাওয়া৷ - [ সহীহ বুখারী হা/১৯২৩ ]
৭. ভোরে ভোরে ঘুম থেকে ওঠা। - [ সুনান আবূ দাউদ হা/২৬০৬ ]
৮. অল্পতেই সন্তোষমনে সম্পদগ্রহণ করা। - [ সহীহ বুখারী হা/১৪৭২ ]
৯. খাওয়ার আদব ও সুন্নাহ মেনে খাওয়া;
• বিসমিল্লাহ বলে খাওয়া শুরু কর এবং খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলা।
• ডান হাত দিয়ে খাওয়া,ছোট ছোট লোকমা দেওয়া ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খাওয়া ; আর পাত্রের মাঝখান থেকে না খেয়ে নিজের সামনে থেকে খাওয়া।
• আঙ্গুল ও খাওয়ার পাত্র চেটে খাওয়া।
রেফারেন্স : কুরআন ও সুন্নাহর আলোকে মুসলিম জীবনের আদব-কায়দা দশম অধ্যায় - পানাহারের আদবসমূহ ইসলামহাউজ.কম
১০. বারকতময় খাবার গ্রহন করা।
• জমজমের পানি - [ সহীহ মুসলিম-৬২৫৩ ]
• যাইতুনের তেল - [ সূরা নুর ২৪:৩৫ ]
• দুধ - [ সুনান আত তিরমিজি ৩৪৫৫ ]
• খেজুর - [ সহীহ বুখারী- ৫৪৪৪ ]
• কালোজিরা - [ সহীহ বুখারী- ৫২৮৫]
• আজওয়া খেজুর - [ মিসকাতুল মাসাবিহ ৪১৯১]
• মধু - [ সূরা নাহাল ১৬:৬৯ ]
লেখক : তাজুল ইসলাম
২৭ সফর ১৪৪৬
Last edited by a moderator: