বান্দার হক কিয়ামতের দিন পরিশোধ করতেই হবে

  • Thread Author
আলি বিন জাইদ (রাহিমাহুল্লাহ) বলেন :

কুরাইশদের কোনো এক ব্যক্তি উমাইয়া খলীফা উমর বিন আব্দুল আজিজ (রাহিমাহুল্লাহ) -কে একটি কথা বলে রাগিয়ে দিল। অনেক্ষণ ধরে খলীফা উমর মাথা নিচু করে চুপ থাকলেন। এরপর বললেন, ‘তুমি চাইছ, শয়তান যেন আমাকে বাদশাহির দোহাই দিয়ে উত্তেজিত করে তোলে। এরপর আমি তোমার থেকে প্রতিশোধ নিই। আর তুমি কিয়ামতের দিন সেটা উসুল করে নাও।’

খলীফা সে লোকটিকে ক্ষমা করে দিলেন।

— শুআবুল ঈমান : ৭৯৭১; তারীখু দিমাশক : ৪৫/২০৫
 
Back
Top