- Joined
- Jan 3, 2023
- Threads
- 756
- Comments
- 903
- Reactions
- 7,997
- Thread Author
- #1
ইমাম সুফিয়ান আস সাওরী সূত্রে আবু আলকামা থেকে বর্ণিত, তিনি বলেন,
একবার আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) একেবারে নিম্নমানের পোশাক পরিহিত এক ব্যক্তিকে জিজ্ঞেস করেন,
‘তোমার কি ধনসম্পদ বলতে কিছু নেই?’
সে উত্তর দেয়, ‘সব ধরনের সম্পদই আমার আছে।’
তখন আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাকে বলেন,
‘সম্পদের কিছু নিদর্শন তোমার মধ্যেও থাকা উচিত। কেননা আল্লাহ বান্দার মধ্যে তাঁর নিয়ামতের সুন্দর প্রকাশ দেখতে পছদ করেন; দারিদ্র্য ও দুর্দশাভাব পছন্দ করেন না।’
— হিলইয়াতুল আউলিয়া, খন্ড : ৭; সহিহুল জামে’ : ২৫৫ (বর্ণনাটি হাসান)
একবার আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) একেবারে নিম্নমানের পোশাক পরিহিত এক ব্যক্তিকে জিজ্ঞেস করেন,
‘তোমার কি ধনসম্পদ বলতে কিছু নেই?’
সে উত্তর দেয়, ‘সব ধরনের সম্পদই আমার আছে।’
তখন আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাকে বলেন,
‘সম্পদের কিছু নিদর্শন তোমার মধ্যেও থাকা উচিত। কেননা আল্লাহ বান্দার মধ্যে তাঁর নিয়ামতের সুন্দর প্রকাশ দেখতে পছদ করেন; দারিদ্র্য ও দুর্দশাভাব পছন্দ করেন না।’
— হিলইয়াতুল আউলিয়া, খন্ড : ৭; সহিহুল জামে’ : ২৫৫ (বর্ণনাটি হাসান)
Last edited: