উত্তর : আকিকা তো হয়ে যাবে | কিন্তু উত্তম হচ্ছে যে আপনি আপনার আকিকা বাড়িতে জবাই করবেন |
নিজেরাও কিছু খাবেন আর মাদ্রাসা অভাবিদেরকে অথবা শিক্ষকদেরকে স্বচ্ছল অসচ্ছল তাদেরকেও খাওয়াবেন চাইলে আর আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব অভাবী গ্রামের আশেপাশে তাদেরকেউ খাওয়াবেন |
কিন্তু শুধু মাদ্রাসায় দিয়ে দিলেন তাহলে শুধু মাদ্রাসার শিক্ষক রাই খেলো | বাকিরা তো বঞ্চিত হলো | আপনি নিজেও খেলেন না যেটা উত্তম ছিল | আপনার পরিবার সদস্যদের কেউ আকিকার আনন্দ করতে দিলেন না খুশি করতে দিলেন না , যেটা সুন্নত ছিল ,উত্তম ছিল এজন্য এটি জায়েজ কিন্তু অনুত্তম |
উত্তর প্রদানে
শায়খ মতিউর রহমান মাদানী হাফি :
২ নং প্রশ্ন ৫ : ১৬ সেকেন্ড থেকে ৬ : ১৩ সেকেন্ড