মানহাজ বন্ধুত্বের শর্ত সাতটি

Yiakub Abul KalamVerified member

Altruistic
Uploader
Exposer
Salafi User
Joined
Dec 7, 2022
Threads
151
Comments
158
Reactions
1,330
মালেকী ফকীহ ইবনু জুযাই আল-কালবী রহিমাহুল্লাহ বলেনঃ

বন্ধুত্বের শর্ত সাতটি:
১) আকীদায় সুন্নী হতে হবে।
২) দ্বীনের ক্ষেত্রে মুত্তাকী হতে হবে।
কেননা, বিদয়াতী বা পাপাচারী হলে তাকেও সেদিকে টেনে নেবে। বা লোকজন তাকেও তার মতোই মনে করবে। কারণ, মানুষ তার বন্ধুর আচরণেই হয়ে থাকে।

৩) জ্ঞানী হতে হবে। কেননা, আহম্মকের সাথে মেশাটা বিপদজনক।
৪) উত্তম চরিত্রের হতে হবে। কেননা, খারাপ চরিত্রের হলে তার শত্রুতা থেকে নিরাপদ থাকা যাবে না। তাকে রাগানোর চেষ্টা করতে হবে, রাগলে বাদ দিতে হবে।
৫) সামনাসামনি ও অনুপস্হিতিতে তার অন্তর প্রশান্ত থাকবে। সে হিংসুটে, বিদ্বেষী, মন্দ ইচ্ছা পোষনকারী, দুই মুখো হবে না।
৬) কথা রক্ষাকারী হবে। কোনো প্রকার টালবাহানা কারী বা বহুরূপী হবে না।
৭) তুমি যেমন তার খেয়াল রাখবে, সেও তোমার খেয়াল রাখবে। এমন কারো সাথে বন্ধুত্ব করে কোনো লাভ নেই, তুমি খেয়াল রাখলেও যে তোমার খেয়াল করে না।

--(আল-কওয়ানীন আল-ফিকহিয়্যাহ, ৪৬০-৪৬১)
 
Back
Top