ফ্যাশন ম্যাগাজিন থেকে বিভিন্ন মডেলের পোশাক

Joined
Jan 12, 2023
Threads
864
Comments
1,113
Solutions
20
Reactions
13,053
প্রশ্ন: কোনো কোনো নারীকে বাজার থেকে ফ্যাশন ম্যাগাজিন কিনতে দেখা যায়। যদিও এসব ফ্যাশন এবং পশ্চিমাদের অনুকরণ তাদের উদ্দেশ্য নয়, তবুও কি তা অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন বলে গণ্য হবে? অবশ্য অনেক মহিলা পশ্চিমাদের তৈরি পোশাক এবং অন্যান্য পণ্য ব্যাপকহারে ব্যবহার করছে।
উত্তর: এরকম অনেক ম্যাগাজিন আমার দৃষ্টিগোচর হয়েছে, যেগুলো নোংরা, অশ্লীল ও উলঙ্গ ছবিতে পরিপূর্ণ। সউদী আরবের মতো দেশে এমন ম্যাগাজিন কখনোই মানানসই নয়। কারণ, শরীআতের বিধিবিধান এবং উত্তম চরিত্র সংরক্ষণে এই দেশের কোনো তুলনা হয় না।

আমাদের দেশের বাজার এবং টেইলার্সে এসব ম্যাগাজিন দেখে অনেক বিস্মিত হই। ম্যাগাজিনগুলোর ছবি প্রকাশিত খবরের থেকে বেশি অশ্লীল ও কুরুচিপূর্ণ। নারী হোক বা পুরুষ হোক কারও জন্যই এসব ম্যাগাজিন ক্রয় করা অথবা সেগুলো দেখা বা পড়া উচিত নয়। কারণ, এগুলো ফেতনা বৈ অন্য কিছুই নয়।

কোনো ব্যক্তি হয়তো এসব ম্যাগাজিন কেনার সময় মনে করতে পারে, সে এসবের অনুকরণ করা থেকে নিরাপদে থাকবে। কিন্তু তার কুপ্রবৃত্তি ও শয়তান তাকে এসব পোশাক ক্রয় করার জন্য উদ্বুদ্ধ করতে থাকে এবং শেষ পর্যন্ত ফ্যাশন ম্যাগাজিন থেকে সে এমন একটি পোশাক বাছাই করে, যেটি ইসলামী পরিবেশে অনুপযোগী।

আমি নারীদেরকে এবং সাথে তাদের কর্তাদেরকেও এসব ম্যাগাজিন বাড়িতে রাখা থেকে সাবধান করছি! কারণ, এগুলো আমাদের দ্বীন ও চরিত্র রক্ষার ক্ষেত্রে খুবই ঝুঁকিপূর্ণ।

মুসলিম পরিবার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী​


 
Last edited:
Back
Top