- Joined
- Nov 5, 2024
- Threads
- 25
- Comments
- 51
- Reactions
- 312
- Thread Author
- #1
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহি হামদান কাছিরান তইয়্য্যেবান মুবারাকান ফিহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহ, আল্লাহুম্মা বারিক আলাইহি মুহাম্মাদ।
মোবাইলে আজকাল আমাদের বইপড়া অনেকটাই ব্যাপক আকার ধারন করেছে। ব্যাস্ততার কারনে অনেকের কাজের ফাকে বই এর হার্ডকপি পড়া সম্ভব হয় না। এছাড়াও দেখা যায় অনেক অনেক বই সবার কেনারও সুজুগ থাকে না যা অনলাইনের কারনে হয়তো পিডিএফ কালেক্ট করা হয়।
যাক, আমি একটি এপ এর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যা ই-বই পড়াটার একপেরিয়েন্স একটু ভালো করবে।যারা জানেন আলহামদুলিল্লাহ, তবে যারা এটা ব্যবহার করেননি তাদের জন্যে হয়তো ভালো লাগবে। এর নাম হচ্ছে মুনরিডার এবং সাথে কিছু টিপস শেয়ার করবো যাতে সুবিধা হয়।
এটা হচ্ছে ইন্টারফেস। আমি মার্ক করে দিয়েছি কিছু গুরুত্তপুর্ন মেন্যু। উপরে বামের হ্যামবার্গার মেন্যুতে গেলে আপনি, শেলফ, ফাইল, বুকমার্ক এগুলা পাবেন।তবে সবচেয়ে গুরুত্তপুর্ন হল "অপশন" । এতে আপনি মেইন বই ফোল্ডার সিলেক্ট করা, অটো বই এড, রিডিং প্রগ্রেস অন কভার, ফ্লোটিং রিডিং বুক বাটন এগুলা পাবেন। এছাড়াও বই খোলার এনিমেশন, ঊডি ব্যাকগ্রাউন্ড এর সেটিং থেকে পছন্দ মত র্যাক স্টাইল দেখতে পারবেন। এই এপটি ডার্ক মুডও সাপোর্ট করে।
এবার খেয়াল করুন বই এর নিচে বামে তিনটি ডটের আরেকটা মেন্যু। এতে ক্লিক করলে আপনি বুক ইনফো তে বই এর নাম ইত্যাদি ভুল থাকলে ঠিক করে দিতে পারবেন যেটা খুব দরকারি। কারন নাম ঠিক থাকলে যদি কভার না থাকে এই মেন্যু থেকেই অথবা নাম ঠিক করার অপশন থেকেও কভার ডাউনলোড করতে পারবেন। নাম ঠিক না থাকলে কভার খুজে পেতে কষ্ট হয়।
কোনো বই ওপেন করার পর উপরে ডানদিকে মেন্যু অপশন পাবেন। সেখানে গেলে এই কন্ট্রোল অপশন পাবেন এখানে আপনি স্ক্রিন এর গেসচার এর স্পেস সিলেক করতে পারবেন এবং তাদের ব্যবহার। আমি ২য় ছবিতে দেখিয়ে দিয়েছি কোনটা বেস্ট অপশন। সাধারনত, স্কিনের বাম দিকে ট্যাপ করলে পেজ ডাউন এবং ডানে করলে পেজ আপ করবে। মাঝখানে করলে ডীফ্লট সেট করাটা আসবে। এক্ষেত্রে আমি সিঙ্গেল ট্যাপ করে রিডীং কন্নটেক্স বার এবং ট্যাপ করে ধরে রাখলে এনোটেশন (হাইলাইট, কপি) অপশন আসে। এগুলা আপনি আপনার ইচ্ছেয়মতন কাস্টমাইজ করে নিতে পারবেন।
মিসেলেনাস অপশনে আরো অনেক কিছু পাবেন। এতে অপশন এর অভাব নেই, এত এত কিছু তাই প্রথমে একটু হেভি লাগতে পারে, তবে ব্যবহার করতে করতে অভস্ত্য হয়ে যাবেন। বেশি বড় হয়ে যাবে তাই আপাতত এইটুকু থাক।আমি মোড ভার্শন ইউজ করি টেস্ট করার, আমি সেটাই দিচ্ছি।
Moon Reader Pro - Download
আর পিসির জন্যে আসলে তেমন লাগে না, তাছাড়া আমার কাছে অমন আহামরি ভালো লাগে এমন কিছু এখনো দেখিনি। তাই সুধু একটির লিংক দিচ্ছি।
Ice cream Reader for PC - Download
বিঃদ্রঃ
১। কোনো ই-বুক পরে ভালো লাগলে অবশ্যই হার্ড কপি কেনার জন্যে বিনীত অনুরোধ থাকবে। বিশেষকরে মাকতাবুস সুন্নাহ এর মতন প্রকাশনীগুলা যারা ভালো কোয়ালিটির PDF উন্মুক্ত করে দেয় পড়ার জন্যে, তাদের এই উদারতাকে সম্মান দিয়ে সাপোর্ট দেওয়াও ইমানী দায়িত্ত। আমি বা ফোরাম কর্তৃপক্ষ বই স্ক্যান করে পিডীএফ বানানোকে সমর্থন করে না। সুধু যা উন্মুক্ত তাই এখানে শেয়ার করা হয়।
২। আইস্ক্রিম রিডারটি প্রো ভার্শন এক্টিভ করার নিয়মও ভেতর দেওয়া আছে। সফটওয়্যার গুলা ইন্টারনেট থেকে কালেক্ট করা এবং সজ্ঞানে টেস্ট করা ভাইরাস মুক্ত। তবুও নিজ দায়ে ব্যবহার করার অনুরুধ রইলো।
ফি আমানিল্লাহ, জাজাকুমুল্লাহু খইরান।
আলহামদুলিল্লাহি হামদান কাছিরান তইয়্য্যেবান মুবারাকান ফিহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহ, আল্লাহুম্মা বারিক আলাইহি মুহাম্মাদ।
মোবাইলে আজকাল আমাদের বইপড়া অনেকটাই ব্যাপক আকার ধারন করেছে। ব্যাস্ততার কারনে অনেকের কাজের ফাকে বই এর হার্ডকপি পড়া সম্ভব হয় না। এছাড়াও দেখা যায় অনেক অনেক বই সবার কেনারও সুজুগ থাকে না যা অনলাইনের কারনে হয়তো পিডিএফ কালেক্ট করা হয়।
যাক, আমি একটি এপ এর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যা ই-বই পড়াটার একপেরিয়েন্স একটু ভালো করবে।যারা জানেন আলহামদুলিল্লাহ, তবে যারা এটা ব্যবহার করেননি তাদের জন্যে হয়তো ভালো লাগবে। এর নাম হচ্ছে মুনরিডার এবং সাথে কিছু টিপস শেয়ার করবো যাতে সুবিধা হয়।
এটা হচ্ছে ইন্টারফেস। আমি মার্ক করে দিয়েছি কিছু গুরুত্তপুর্ন মেন্যু। উপরে বামের হ্যামবার্গার মেন্যুতে গেলে আপনি, শেলফ, ফাইল, বুকমার্ক এগুলা পাবেন।তবে সবচেয়ে গুরুত্তপুর্ন হল "অপশন" । এতে আপনি মেইন বই ফোল্ডার সিলেক্ট করা, অটো বই এড, রিডিং প্রগ্রেস অন কভার, ফ্লোটিং রিডিং বুক বাটন এগুলা পাবেন। এছাড়াও বই খোলার এনিমেশন, ঊডি ব্যাকগ্রাউন্ড এর সেটিং থেকে পছন্দ মত র্যাক স্টাইল দেখতে পারবেন। এই এপটি ডার্ক মুডও সাপোর্ট করে।
এবার খেয়াল করুন বই এর নিচে বামে তিনটি ডটের আরেকটা মেন্যু। এতে ক্লিক করলে আপনি বুক ইনফো তে বই এর নাম ইত্যাদি ভুল থাকলে ঠিক করে দিতে পারবেন যেটা খুব দরকারি। কারন নাম ঠিক থাকলে যদি কভার না থাকে এই মেন্যু থেকেই অথবা নাম ঠিক করার অপশন থেকেও কভার ডাউনলোড করতে পারবেন। নাম ঠিক না থাকলে কভার খুজে পেতে কষ্ট হয়।
কোনো বই ওপেন করার পর উপরে ডানদিকে মেন্যু অপশন পাবেন। সেখানে গেলে এই কন্ট্রোল অপশন পাবেন এখানে আপনি স্ক্রিন এর গেসচার এর স্পেস সিলেক করতে পারবেন এবং তাদের ব্যবহার। আমি ২য় ছবিতে দেখিয়ে দিয়েছি কোনটা বেস্ট অপশন। সাধারনত, স্কিনের বাম দিকে ট্যাপ করলে পেজ ডাউন এবং ডানে করলে পেজ আপ করবে। মাঝখানে করলে ডীফ্লট সেট করাটা আসবে। এক্ষেত্রে আমি সিঙ্গেল ট্যাপ করে রিডীং কন্নটেক্স বার এবং ট্যাপ করে ধরে রাখলে এনোটেশন (হাইলাইট, কপি) অপশন আসে। এগুলা আপনি আপনার ইচ্ছেয়মতন কাস্টমাইজ করে নিতে পারবেন।
মিসেলেনাস অপশনে আরো অনেক কিছু পাবেন। এতে অপশন এর অভাব নেই, এত এত কিছু তাই প্রথমে একটু হেভি লাগতে পারে, তবে ব্যবহার করতে করতে অভস্ত্য হয়ে যাবেন। বেশি বড় হয়ে যাবে তাই আপাতত এইটুকু থাক।আমি মোড ভার্শন ইউজ করি টেস্ট করার, আমি সেটাই দিচ্ছি।
Moon Reader Pro - Download
আর পিসির জন্যে আসলে তেমন লাগে না, তাছাড়া আমার কাছে অমন আহামরি ভালো লাগে এমন কিছু এখনো দেখিনি। তাই সুধু একটির লিংক দিচ্ছি।
Ice cream Reader for PC - Download
বিঃদ্রঃ
১। কোনো ই-বুক পরে ভালো লাগলে অবশ্যই হার্ড কপি কেনার জন্যে বিনীত অনুরোধ থাকবে। বিশেষকরে মাকতাবুস সুন্নাহ এর মতন প্রকাশনীগুলা যারা ভালো কোয়ালিটির PDF উন্মুক্ত করে দেয় পড়ার জন্যে, তাদের এই উদারতাকে সম্মান দিয়ে সাপোর্ট দেওয়াও ইমানী দায়িত্ত। আমি বা ফোরাম কর্তৃপক্ষ বই স্ক্যান করে পিডীএফ বানানোকে সমর্থন করে না। সুধু যা উন্মুক্ত তাই এখানে শেয়ার করা হয়।
২। আইস্ক্রিম রিডারটি প্রো ভার্শন এক্টিভ করার নিয়মও ভেতর দেওয়া আছে। সফটওয়্যার গুলা ইন্টারনেট থেকে কালেক্ট করা এবং সজ্ঞানে টেস্ট করা ভাইরাস মুক্ত। তবুও নিজ দায়ে ব্যবহার করার অনুরুধ রইলো।
ফি আমানিল্লাহ, জাজাকুমুল্লাহু খইরান।