Active member
Contributor
Salafi User
- Joined
- Mar 24, 2024
- Threads
- 31
- Comments
- 42
- Reactions
- 364
- Thread Author
- #1
ফিতনার সময় সুন্নাতকে আঁকড়ে থাকা। আব্দুল্লাহ ইবনে মাসঊদ (রা.) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ছা.) বলেছেন, ‘নিশ্চয়ই তোমাদের পরবর্তীতে এমন এক ধৈর্য্যরে যুগ আসবে, যে ব্যক্তি সেই মুহূর্তে আমার সুন্নাতকে আঁকড়ে থাকবে, সে পঞ্চাশজন শহীদের মর্যাদা লাভ করবে’। তখন ওমর (রা.) বললেন, হে আল্লাহর রাসূল (ছা.)! আমাদের মধ্যকার নাকি তাদের মধ্যকার (পঞ্চাশজন শহীদের মর্যাদা লাভ করবে)? রাসূল (ছা.) বললেন, ‘তোমাদের মধ্যকার (৫০ জন) শহীদের মর্যাদা লাভ করবে’ (তাবারানী, মু‘জামুল কাবীর, হা/১০৩৯৪; সহীহুল জামে, হা/২২৩৪; সিলসিলা সহীহা, হা/৪৯৪)।
note- শাইখ আলবানী (রহঃ) হাদিসটিকে'সহিহ' বলেছেন | দলিল দেখুন-
note- শাইখ আলবানী (রহঃ) হাদিসটিকে'সহিহ' বলেছেন | দলিল দেখুন-
Attachments