সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

মানহাজ ফিতনার যুগে একজন মুসলিমের যেসব মূলনীতি জানা জরুরী

Yiakub Abul Kalam

Altruistic

Uploader
Exposer
Salafi User
Threads
151
Comments
158
Reactions
1,296
Credits
1,130
ডক্টর সুলাইমান বিন সালীমুল্লাহ আর-রুহাইলী হাফিযাহুল্লাহ বলেনঃ

ফিতনার যুগে একজন মুসলিমের যেসব মূলনীতি জানা জরুরী::

১) আবেগের অনুসরণ করো না। বরং আবেগকে শরীয়ত দ্বারা কন্ট্রোল করো।
২) অস্হির মতি হয়ো না। বরং কোরআন সুন্নাহর আলোয় প্রতিষ্ঠিত থাকো।
৩) কোনো কথা/কাজ বর্ণনা করতে গেলে যাচাই করো, তড়িঘড়ি করো না।
৪) তোমার পছন্দকে দলীলের বিপরীতে দাড় না করিয়ে বরং দলীল অনুযায়ী তোমার ইচ্ছাকে সাজাও।
৫) অজ্ঞতা থেকে সাবধান থাকো, জ্ঞানার্জন ও বিতরণে আগ্রহী হও।
৬) দলাদলি ছাড়ো, ঐক্যবদ্ধ হও।
৭) মতানৈক্যের সময় ছোটদের থেকে দূরে থাকো, বড়দের কথা গ্রহণ করো।
৮) জুলুম, শাস্তি ও মন্দ থেকে বেঁচে থাকো। ইনসাফ ও ইনসাফকারী এবং কল্যাণ ও কল্যাণকারী কে আঁকড়ে ধরো।
৯) বিদআত থেকে দূরে থাকো, সুন্নাতকে আঁকড়ে ধরো।
১০) ফিতনা খুঁজে বেরিয়ো না, বরং আল্লাহর কাছে ফিতনার অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করো।
১১) ফিতনার নিকটবর্তী হওয়া থেকে বিরত থাকো এবং তার থেকে দূরত্ব বজায় রাখো।
১২) ফিতনার চাকচিক্য, সৌন্দর্য দেখে ধোঁকায় পড়োনা; বরং মুমিনের স্হির দৃষ্টিতে এর বাস্তবতা অবলোকন করো।
১৩) ফিতনাকে বৃদ্ধি করার চেয়ে প্রতিরোধ করা অধিক সহজ।
১৪) বাড়াবাড়ি থেকে বেঁচে থাকো, মধ্যমপন্থা অবলম্বন করো।
১৫) ফতোওয়া গ্রহণের সময় প্রবৃত্তি (নিজের পছন্দ) থেকে সতর্ক থাকো। দলীল দ্বারা আলোকিত যেগুলো, সেগুলোই কেবল গ্রহণ করো।
১৬) নাফরমানি থেকে বেঁচে থাকো, হক আদায় করো।
১৭) যদি সাধারণ লোক হও তাহলে প্রবৃত্তির মাধ্যমে ফতোওয়া গ্রহণ করো না, জ্ঞানীদের অনুসরণ করো।
১৮) সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে বেঁচে থাকো, সত্যকে তার উৎস ও পরিণামসহ জানো।

--(সহীহ মুসলিমের "কিতাবুল ফিতান" দারস থেকে। ক্যাসেট-২৪)07:38 PM
 
COMMENTS ARE BELOW
Top