প্রশ্ন প্রাইজবন্ড কেনা কি হারাম?

Joined
Jan 22, 2024
Threads
8
Comments
17
Reactions
120
বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রাইজবন্ড কেনা বেচা এবং প্রতি বছর ড্র এর মাধ্যমে এই প্রাইজবন্ডের উপর যে পুরস্কার প্রদান করা হয় সেটা নেওয়া জায়েজ হবে কিনা?
এখানে বলে রাখা ভালো প্রাইজবন্ড কেনা বেচায় লস নেই কেউ ১০০ টাকা দিয়ে কিনলে সেটা যেকোন সময় ১০০ টাকাতেই বিক্রি করা যায় এমনকি পুরস্কারের সাথেও প্রাইজবন্ডের ক্রয় মূল্য ফেরত দেওয়া হয়।
 
Solution
প্রাইজবন্ডের এই বিষয়টি জুয়া ছাড়া আর কিছুই নয়। এটি হারাম, জায়েজ নেই।

অনেকে প্রাইজবন্ডের বিষয়ে কিছু কথা বলেন যে আমি তো প্রাইজবন্ড কিনলাম, এই টাকাটা আমার কাছে থেকে গেল, হয়তো কয়েকজন লটারি করে পুরস্কার পেল। এমন তো নয় যে আমার টাকা অন্য কেউ নিয়ে গেছে।

প্রাইজবন্ডের টাকা একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তাদের কাছে থাকে এবং এই টাকা তারা ব্যবহার করে থাকে একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত। এই সুবিধা নেওয়ার কারণে এটার জুয়ার সঙ্গে সম্পৃক্ততা রয়েছে।

যদি এটা আমানত হিসেবে থাকত, তারা এটা ব্যবহার করতে পারত না, তাহলে মূলত এখানে জুয়া আসত না। জুয়া এসেছে কারণ, হয়তো তারা এই টাকা কোনো সুদি কারবারে এক মাস, দুই মাস বা তিন মাস ব্যবহার করল। এটা একটা মেয়াদে ড্র করা হয় এবং সেখান থেকে তারা উপকৃত হয়। যদি আমানত হিসেবে থাকত, তারা ব্যবহার না করত এবং এটা শর্তের মধ্যে উল্লেখ...
Back
Top