Doing Automated Jobs
উত্তর: ❑ এ হাদিসটি লোকমুখে শুনা যায়:
نوم العالم خير من عبادة الجاهل
“আলেমের ঘুম জাহেলের ইবাদত থেকেও উত্তম।”
কিন্তু এ কথাটি কোন হাদিস নয়-এমনকি কোন সাহাবী বা তাবেয়ীর উক্তিও নয়। বরং তা শিয়াদের কিতাব থেকে নেওয়া একটি বাতিল ও ভ্রান্ত কথা যা হাদীসের নামে অনেক মানুষের নিকট সুপরিচিত।
শিয়াদের যে কিতাবে এ কথাটি আছে তা হলো-‘মান লা ইয়াহযুরুহুল ফকীহ’ (৪/৩৫২-৩৬৭)
من لا يحضره الفقيه " (4/352-367) للشيخ الصدوق (ت381هـ)
❑ অনুরূপভাবে আরেকটি কথা প্রচলিত রয়েছে:
نوم العالم عبادة [الأسرار المرفوعة في الأخبار الموضوعة"(ص: 374)]
“আলেমের ঘুমও একটি ইবাদত।” এটিও একটি জাল ও বানোয়াট হাদিস। (আল মারূফুআহ ফিল আখবারিল মাউযুআহ, পৃষ্ঠা নং ৩৭৪-মোল্লা আলী কারী)
মোটকথা, উপরোক্ত দুটি হাদিসই জাল তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নামে মিথ্যাচার।
এ জাতীয় জাল-বানোয়াট কথাকে হাদিস হিসেবে প্রচার করা বৈধ নয়।
আল্লাহ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নামে মিথ্যাচার থেকে হেফজত করুন। আমীন।
#জাল_হাদিস
▬▬▬◄❖►▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব
نوم العالم خير من عبادة الجاهل
“আলেমের ঘুম জাহেলের ইবাদত থেকেও উত্তম।”
কিন্তু এ কথাটি কোন হাদিস নয়-এমনকি কোন সাহাবী বা তাবেয়ীর উক্তিও নয়। বরং তা শিয়াদের কিতাব থেকে নেওয়া একটি বাতিল ও ভ্রান্ত কথা যা হাদীসের নামে অনেক মানুষের নিকট সুপরিচিত।
শিয়াদের যে কিতাবে এ কথাটি আছে তা হলো-‘মান লা ইয়াহযুরুহুল ফকীহ’ (৪/৩৫২-৩৬৭)
من لا يحضره الفقيه " (4/352-367) للشيخ الصدوق (ت381هـ)
❑ অনুরূপভাবে আরেকটি কথা প্রচলিত রয়েছে:
نوم العالم عبادة [الأسرار المرفوعة في الأخبار الموضوعة"(ص: 374)]
“আলেমের ঘুমও একটি ইবাদত।” এটিও একটি জাল ও বানোয়াট হাদিস। (আল মারূফুআহ ফিল আখবারিল মাউযুআহ, পৃষ্ঠা নং ৩৭৪-মোল্লা আলী কারী)
মোটকথা, উপরোক্ত দুটি হাদিসই জাল তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নামে মিথ্যাচার।
এ জাতীয় জাল-বানোয়াট কথাকে হাদিস হিসেবে প্রচার করা বৈধ নয়।
আল্লাহ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নামে মিথ্যাচার থেকে হেফজত করুন। আমীন।
#জাল_হাদিস
▬▬▬◄❖►▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব