সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

প্রশ্নোত্তর প্রশ্ন: “আলেমের ঘুম জাহেলের ইবাদত থেকেও উত্তম।” এটা কি সহিহ হাদিস?

FORUM BOT

Doing Automated Jobs

Threads
4,136
Comments
4,353
Solutions
1
Reactions
38,780
Credits
24,212
উত্তর: ❑ এ হাদিসটি লোকমুখে শুনা যায়:
نوم العالم خير من عبادة الجاهل
“আলেমের ঘুম জাহেলের ইবাদত থেকেও উত্তম।”


কিন্তু এ কথাটি কোন হাদিস নয়-এমনকি কোন সাহাবী বা তাবেয়ীর উক্তিও নয়। বরং তা শিয়াদের কিতাব থেকে নেওয়া একটি বাতিল ও ভ্রান্ত কথা যা হাদীসের নামে অনেক মানুষের নিকট সুপরিচিত।
শিয়াদের যে কিতাবে এ কথাটি আছে তা হলো-‘মান লা ইয়াহযুরুহুল ফকীহ’ (৪/৩৫২-৩৬৭)
من لا يحضره الفقيه " (4/352-367) للشيخ الصدوق (ت381هـ)


❑ অনুরূপভাবে আরেকটি কথা প্রচলিত রয়েছে:
نوم العالم عبادة [الأسرار المرفوعة في الأخبار الموضوعة"(ص: 374)]


“আলেমের ঘুমও একটি ইবাদত।” এটিও একটি জাল ও বানোয়াট হাদিস। (আল মারূফুআহ ফিল আখবারিল মাউযুআহ, পৃষ্ঠা নং ৩৭৪-মোল্লা আলী কারী)


মোটকথা, উপরোক্ত দুটি হাদিসই জাল তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নামে মিথ্যাচার।
এ জাতীয় জাল-বানোয়াট কথাকে হাদিস হিসেবে প্রচার করা বৈধ নয়।


আল্লাহ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নামে মিথ্যাচার থেকে হেফজত করুন। আমীন।


#জাল_হাদিস


▬▬▬◄❖►▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব
 
Top