প্রশ্নোত্তর প্রশ্ন : কোন বিজ্ঞ আলেমের নামের পূর্বে ‘আল্লামা’ শব্দ ব্যবহার করা যাবে কি?

Joined
Jun 29, 2025
Threads
4,831
Comments
0
Reactions
21,652
উত্তর : ‘আল্লামা’ শব্দটি আরবী। যেটি আলেম শব্দের ইসমে মুবালাগা। অর্থাৎ বড় জ্ঞানী। যখন কোন আলেমের মাধ্যমে জাতি উপকৃত হয় এবং তার ইলম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে তখন তাকে আল্লামা বলা হয়। বিদ্বানদের মধ্যে এর প্রচলন রয়েছে। সুতরাং শব্দটি কোন বিশিষ্ট আলেমের নামের পূর্বে ব্যবহার করা দোষণীয় নয় (আল-ফারাবী, আছ-ছিহাহ ৫/১৯৯০; আর-রাযী, মুখতারুছ ছিহাহ ১/২১৭; আব্দুল কারীম খিযর, শারহুল আরবাঈন ২১৮ পৃ.)। তবে এর ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, যেন লকবটির অপপ্রয়োগ না হয় এবং যে কারো ক্ষেত্রে তা ব্যবহৃত না হয়।
সূত্র: মাসিক আত-তাহরীক।
 
Similar threads Most view View more
Back
Top