‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

প্রশ্নোত্তর প্রশ্ন : মানুষকে সূদমুক্ত করযে হাসানাহ দেওয়ার ফযীলত কি?

FORUM BOT

Doing Automated Jobs

Threads
4,150
Comments
4,353
Solutions
1
Reactions
37,773
Credits
24,212
উত্তর : করযে হাসানাহ প্রদানের গুরুত্ব অত্যধিক।
রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ছাদাক্বার নেকী ১০ গুণ। আর করযে হাসানাহর নেকী ১৮ গুণ’ (বায়হাক্বী, ছহীহাহ হা/৩৪০৭)। তিনি বলেন, কোন মুসলমান অপর মুসলমানকে দু’বার কর্য দিলে সে সেই পরিমাণ মাল একবার ছাদাক্বা করার সমান ছওয়াব পায়’ (ইবনু মাজাহ হা/২৪৩০; ছহীহ আত-তারগীব হা/৯০১)। তিনি আরও বলেন, ‘যে ব্যক্তি এই কামনা করে যে, আল্লাহ তা‘আলা তাকে ক্বিয়ামত দিবসের দুঃখ-কষ্ট হ’তে মুক্তি দিবেন, সে যেন অক্ষম ঋণগ্রস্ত ব্যক্তির সহজ ব্যবস্থা করে অথবা ঋণ মওকূফ করে দেয়’ (মুসলিম হা/১৫৬৩; মিশকাত হা/২৯০২)। মনে রাখা আবশ্যক যে, এসব ঋণদান কার্যক্রম সম্পূর্ণরূপে সূদমুক্ত হ’তে হবে। নইলে নেকী অর্জনের বদলে আমল বরবাদ হয়ে যাবে।
সূত্র: মাসিক আত-তাহরীক।
 

Share this page