‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

প্রশ্নোত্তর প্রশ্ন: মাথার চুল ডাস্টবিনে ফেললে কি পাপ হবে?

FORUM BOT

Doing Automated Jobs

Threads
4,139
Comments
4,353
Solutions
1
Reactions
34,864
Credits
24,212
উত্তর : মাথার চুল, নখ ইত্যাদি মাটির নিচে পুঁতে ফেলা উত্তম। ইবনু ওমর (রাযিয়াল্লাহু আনহুমা) সহ একাধিক ছাহাবীর আমল থেকে পুঁতে ফেলার প্রমাণ পাওয়া যায়। কিন্তু এ বিষয়ে রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কোন ছহীহ হাদীছ পাওয়া যায় না। দু’একটা হাদীছ পাওয়া গেলেও সেগুলো দুর্বল (নাসবুর রায়াহ ফী তাখরিজি আহাদিছিল হিদায়াহ, ১ম খণ্ড, পৃ. ১৮৯)। ইমাম আহমাদ ইবনু হাম্বল (রাহিমাহুল্লাহ) বলেন, يَدفن الشعر والأظفار وإن لم يفعل لم نَرَ به بأسا ‘চুল ও নখ মাটির নিচে পুঁতে ফেলতে হবে। তবে না পুঁতলেও আমরা তাকে কোন সমস্যা মনে করি না’ (খাল্লাল, আত-তরাজ্জুল, পৃ. ১৯)। শায়খ উছায়মীন (রাহিমাহুল্লাহ) এক প্রশ্নের জবাবে বলেন, ‘আহলুল ইলমগণ উল্লেখ করেছেন যে, চুল ও নখ পুঁতে ফেলা অধিক উত্তম। এ মর্মে কিছু ছাহাবী থেকে আছার পাওয়া যায়। তবে তা প্রকাশ্যে বাইরে থাকার জন্য বা কোন জায়গায় ছুঁড়ে ফেললে গুনাহ হবে এমনটি নয়’ (শাইখ ছালেহ আল-উছায়মীন, মাজমূ‘ঊ ফাতাওয়া ওয়া রাসাইল, ১১তম খণ্ড, পৃ. ১৩২, প্রশ্ন নং ৬০)।
সূত্র: মাসিক আল-ইখলাছ।
 

Share this page