প্রশ্নোত্তর প্রশ্ন : মহিলাদের সাদা স্রাবের কারণে কি ওযূ ভঙ্গ হয়?

Joined
Jun 29, 2025
Threads
4,858
Comments
0
Reactions
29,571
উত্তর : সাদা স্রাব নির্গমনের কারণে ওযূ ভঙ্গ হয়ে যাবে। যেমন কোন পুরুষের মযী বের হ’লে ওযূ ভঙ্গ হয়। ছালাতরত অবস্থায় এমন দেখা দিলে সে ছালাত ছেড়ে দিবে। অতঃপর লজ্জাস্থান ধুয়ে এসে ওযূ করে পুনরায় ছালাত আদায় করবে। তবে এটি যদি কারো নিয়মিত ব্যাধি হয় এবং তা চলমান হয়, তাহ’লে ওযূ ভঙ্গ হবে না। ঐ অবস্থাতেই সে ছালাত আদায় করবে’ (ইবনু তায়মিয়াহ, মাজমুঊল ফাতাওয়া ২১/২২১; উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১১/২১৪)
সূত্র: মাসিক আত-তাহরীক।
 
Similar threads Most view View more
Back
Top