‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

প্রশ্নোত্তর প্রশ্ন: ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানিতে সিকিউরিটি গার্ড হিসাবে চাকুরী করা যাবে কি?

FORUM BOT

Doing Automated Jobs

Threads
4,140
Comments
4,353
Solutions
1
Reactions
37,539
Credits
24,212
উত্তর : উক্ত কোম্পানিতে চাকুরী করা যাবে না। কারণ এটা তামাকসহ নেশা জাতীয় বিভিন্ন দ্রব্য উৎপাদন করে থাকে (উইকিপিডিয়া)। আর শরী‘আতে প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম (ছহীহ বুখারী, হা/৪৩৪৩; ছহীহ মুসলিম, হা/১৭৩৩; মিশকাত, হা/৩৬৩৮)। তাই এর কোনও বিভাগে চাকুরী করা যাবে না। শায়খ ইবনু বায, শায়খ উছায়মীনসহ অনেক বিদ্বান বলেছেন, ‘সিগারেট উৎপন্নকারী কোম্পানিতে চাকুরী করা বৈধ নয়। কেননা সিগারেট তৈরি করা এবং ক্রয়-বিক্রয়ের মাধ্যমে তার ব্যবসা করা হারাম। আর যে কোম্পানি সিগারেট তৈরি করে তাতে কাজ করা হারামের সহায়তার শামিল’ (ফাতাওয়া ইসলামিয়া, ৪র্থ খণ্ড, পৃ. ৩৯৪; ফাতাওয়া নূরুন আলাদ দার্ব, পৃ. ১৬)। আল্লাহ তা‘আলা বলেন, وَ تَعَاوَنُوۡا عَلَی الۡبِرِّ وَ التَّقۡوٰی وَ لَا تَعَاوَنُوۡا عَلَی الۡاِثۡمِ وَ الۡعُدۡوَانِ ‘আর সৎকর্ম ও আল্লাহ ভীতিতে একে অন্যের সহায়তা কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা কর না’ (সূরা আল-মায়িদা : ২)। সূত্র: মাসিক আল-ইখলাছ।
 

Share this page