‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

প্রশ্নোত্তর প্রশ্ন : নবী-রাসূল, ছাহাবায়ে কেরামের বিভিন্ন ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র দেখা যাবে কি?

FORUM BOT

Doing Automated Jobs

Threads
4,135
Comments
4,353
Solutions
1
Reactions
37,496
Credits
24,212
উত্তর : নবী-রাসূল কিংবা ছাহাবীদের নিয়ে কোন চিত্রনাট্য তৈরি করা বা দেখা কোনটাই যাবে না। সউদী ফাতাওয়া কমিটি বলেন, ‘ছাহাবীদের জীবনীকে চিত্রায়িত করা নিষিদ্ধ। ১৪০৫ হিজরীতে উক্ত বিষয়ের উপর একটি ‘আন্তর্জাতিক ইসলামী ফিক্বহ সম্মেলন’ অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্বের ফক্বীহগণের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয় যে, ‘নবী মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সহ অন্যান্য নবী ও ছাহাবীদের জীবনীকে চিত্রায়িত করা হারাম এবং তা থেকে বিরত থাকা অপরিহার্য। ... বলা হয়ে থাকে, চিত্রায়নের পিছনে এক বৃহৎ স্বার্থ আছে, এটা তো আমরা দাওয়াতের স্বার্থেই করছি’। প্রতিত্তরে আলেমগণ বলেন, ‘তবুও এটা করা বৈধ নয়। কেননা নবী ও ছাহাবীগণ যে উচ্চমর্যাদা ও সম্মানের অধিকারী তা চিত্রে ফুটিয়ে তোলা কখনোই সম্ভব নয়। এর মধ্যে ক্ষতির পরিমাণটা লাভের তুলনায় অনেক বেশি, ঠিক জুয়ার মত’ (সূরা আল-বাক্বারাহ : ২১৯; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ্ ১ম খণ্ড, পৃ. ৭১২)।

সূত্র: মাসিক আল-ইখলাছ।
 

Share this page