Doing Automated Jobs
উত্তর : রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, إِذَا انْتَعَلَ أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِالْيُمْنَى وَإِذَا نَزَعَ فَلْيَبْدَأْ بِالشِّمَالِ لِتَكُنِ الْيُمْنَى أَوَّلَهُمَا تُنْعَلُ وَآخِرَهُمَا تُنْزَعُ ‘তোমাদের কেউ যখন জুতা ব্যবহার করবে, তখন সে যেন তার ডান পা হতে আরম্ভ করে। আর যখন কেউ জুতা খুলবে, তখন যেন বাম পা প্রথমে খুলে। যাতে করে ডান পা ব্যবহারের সময় প্রথম হয় এবং খোলার সময় শেষে হয়’ (ছহীহ বুখারী, হা/৫৮৫৫; ছহীহ মুসলিম, হা/২০৯৭; মিশকাত, হা/৪৪১০)। সূত্র: মাসিক আল-ইখলাছ।