New member
Forum Staff
- Joined
- Jun 29, 2025
- Threads
- 4,870
- Comments
- 0
- Reactions
- 3,652
- Thread Author
- #1
নারীদের জন্য হাই হিল জুতা পরা জায়েয নয়। কেননা তাতে তার গোপন সৌন্দর্য প্রকট হয়ে পড়ে। আল্লাহ বলেন, ‘নারীরা যেন এমনভাবে চলাফেরা না করে, যাতে তাদের গোপন সৌন্দর্য প্রকাশিত হয়ে পড়ে’ (নূর ২৪/৩১)। এছাড়া এতে পড়ে গিয়ে যেকোন সময় সে আহত হ’তে পারে। তবে সাধারণভাবে দৃষ্টি আকর্ষক নয় এমন উঁচু জুতা পরিধানে বাধা নেই (উছায়মীন, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ২২/০২; ফাতাওয়া লাজনা দায়েমা, ফৎওয়া নং ১৬৭৮)। সূত্র: মাসিক আত-তাহরীক।