‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

প্রশ্নোত্তর প্রশ্ন : জানাযার স্বলাতের পদ্ধতি কি?

FORUM BOT

Doing Automated Jobs

Threads
4,139
Comments
4,353
Solutions
1
Reactions
37,583
Credits
24,212
উত্তরঃ জানাযার স্বলাতের পদ্ধতি: মৃতকে মুছল্লীদের সামনে রাখতে হবে।


মৃত পুরুষ হলে ইমাম মাথা বরাবর দাঁড়াবেন আর মহিলা হলে দাঁড়াবেন মাঝ বরাবর।


অতঃপর প্রথম তাকবীর দিয়ে সূরা ফাতিহা পড়বেন, দ্বিতীয় তাকবীর দিয়ে দরূদ শরীফ পড়বেন এবং তৃতীয় তাকবীর দিয়ে মৃতের জন্য দো‘আ করবেন।


«اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيرِنَا وَكَبِيرِنَا وَذَكَرِنَا وَأُنْثَانَا، اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الإِسْلاَمِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الإِيمَانِ, اللَّهُمَّ لاَ تَحْرِمْنَا أَجْرَهُ، وَلاَ تَفْتِنَّا بَعْدَهُ»


উচ্চারণ : আল্লা-হুম্মাগ্ফির লিহাইয়েনা ওয়া মাইয়েতেনা ওয়া শা-হেদেনা ওয়া গা-য়েবেনা ওয়া ছাগীরেনা ওয়া কাবীরেনা ওয়া যাকারেনা ওয়া উন্ছা-না, আল্লা-হুম্মা মান আই্য়াইতাহূ মিন্না ফাআহ্য়িহী ‘আলাল ইসলাম, ওয়া মান তাওয়াফ্ফায়তাহূ মিন্না ফাতাওফ্ফাহূ ‘আলাল ঈমান। আল্লা-হুম্মা লা তাহরিমনা আজরাহূ ওয়া লা তাফ্তিন্না বা‘দাহূ।


অনূবাদ : ‘হে আল্লাহ! আমাদের জীবিত ও মৃত এবং (এই জানাযায়) উপস্থিত-অনুপস্থিত আমাদের ছোট ও বড়, পুরুষ ও নারী সকলকে আপনি ক্ষমা করুন।


যাকে আপনি বাঁচিয়ে রাখবেন, তাকে ইসলামের উপরে বাঁচিয়ে রাখুন এবং যাকে মারতে চান, তাকে ঈমানের হালতে মৃত্যু দান করুন।


হে আল্লাহ! এই মাইয়েতের (জন্য দো‘আ করার) উত্তম প্রতিদান হ’তে আপনি আমাদেরকে বঞ্চিত করবেন না এবং তার পরে আমাদেরকে পরীক্ষায় ফেলবেন না’।


এই সাধারণ দো‘আটি পড়বেন।


অতঃপর রাসূল (ﷺ) থেকে বর্ণিত মৃতের জন্য বিশেষ দো‘আ পড়বেন।


তা সম্ভব না হলে অন্য যে কোন দো‘আর মাধ্যমে তার জন্য দো‘আ করবেন।


মোদ্দাকথাঃ মৃত ব্যক্তির জন্য খাছ কিছু দো‘আ করবেন। কেননা সে দো‘আর খুব বেশী মুখাপেক্ষী।


অতঃপর চতুর্থ তাকবীর দিয়ে সামান্য একটু অপেক্ষা করে সালাম ফিরাবেন।


কোন কোন বিদ্বান বলেন, চতুর্থ তাকবীরের পরে


﴿رَبَّنَا آتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَفِى الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ﴾ [سورة البقرة: 136]


দো‘আটি পড়বেন। আর পঞ্চম তাকবীর দিলে কোন সমস্যা নেই; বরং সেটিও সুন্নাত সম্মত।[7]


সেজন্য মাঝে মাঝে পঞ্চম তাকবীর দেওয়া উচি , যাতে এই সুন্নাতটি বিলুপ্ত না হয়ে যায়।


তবে যদি তিনি পঞ্চম তাকবীর দেওয়ার নিয়্যত করেন, তাহলে দো‘আ চতুর্থ ও পঞ্চম তাকবীরে ভাগ করে পড়বেন। আল্লাহই ভাল জানেন।


(জানাযার বিধিবিধান সংক্রান্ত ৭০টি প্রশ্ন (১ম পর্ব)


মূল: আল্লামা শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ.


অনুবাদক: আব্দুল আলীম বিন কাওসার / সম্পাদনা: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া


সূত্র: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ, সৌদিআরব)


জানাযার ছালাতের ছানা পড়া বিদআত:~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~


অধিকাংশ মানুষ জানাযার ছালাতে ছানা পড়ে থাকে।অথচ ছানা পড়ার পক্ষে কোন দলীল নেই।~ ~ ~


২।জানাযার ছালাতে সূরা ফাতিহা পড়ার ছহীহ হাদীছ সমূহ:~ ~ ~ ~ ~ ~ ~ ~


ক.ইবনু আব্বাস রাঃ হতে বর্ণিত,রসূল ছাঃ জানাযার ছালাতে সূরা ফাতিহা পড়েছেন।(ছহীহ তিরমিযী ১০২৬)


খ.ত্বালহা বিন আব্দুল্লাহ বিন আওফ রাঃ বলেন,আমি একদা ইবনু আব্বাস রাঃ এর পিছনে জানাযার সালাত আদায় করলাম।


তাতে তিনি সূরা ফাতিহা পাঠ করেন।অতঃপর তিনি বলেন,তারা যেন জানতে পারে সূরা ফাতিহা পাঠ করা সুন্নাত।(ছহীহ বুখারী ১৩৩৫)


গ.ত্বালহা বিন আব্দুল্লাহ বিন আওফ রাঃ বলেন,আমি একদা ইবনু আব্বাস রাঃ এর পিছনে জানাযার ছালাত আদায় করলাম।


তাতে তিনি সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা পাঠ করলেন।


তিনি ক্বিরআত জোড়ে পড়ে আমাদের শুনালেন।


তিনি যখন ছালাত শেষ করলেন তখন আমি তাকে জিজ্ঞেস করলাম।তিনি বললেন,এটা সুন্নাত এবং হক্ব।(নাসাঈ ১৯৮৭)


উত্তর প্রদানে:


আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।


জুবাইল দাওয়া সেন্টার, সৌদি আরব।
 

Share this page