‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

প্রশ্নোত্তর প্রশ্ন : ঘুমানো ও ঘুম থেকে ওঠার সময় পঠিতব্য দো‘আ দু’টি যেকোন সময় ঘুমানোর ক্ষেত্রে প্রযোজ্য হবে কি?

FORUM BOT

Doing Automated Jobs

Threads
4,135
Comments
4,353
Solutions
1
Reactions
34,839
Credits
24,212
উত্তর : ঘুমানো ও ঘুম থেকে ওঠার সময় পঠিতব্য দো‘আ যেকোন সময় ঘুমানোর ক্ষেত্রে পড়া যাবে। কারণ হাদীছে ঘুমের কথা বলা হয়েছে। রাত বা দিনের কথা উল্লেখ নেই। রাসূল (ছাঃ) যখন বিছানায় যেতেন, তখন তিনি এ দো‘আ পড়তেন, ‘আল্লহুম্মা বিসমিকা আমূতু ওয়া আহইয়া’। আর যখন জেগে উঠতেন তখন পড়তেন, ‘আলহামদু লিল্লা-হিল্লাযী আহ্ইয়ানা-বা‘দা মা-আমা-তানা-ওয়া ইলায়হিন নুশূর’ (বুখারী হা/৬৩১২; তিরমিযী হা/৩৪১৭)। আল্লাহ বলেন, ‘তাঁর নিদর্শনাবলীর মধ্যে অন্যতম হ’ল রাত্রি ও দিবাভাগে তোমাদের নিদ্রা ও তার মধ্যে আল্লাহর অনুগ্রহ সন্ধান করা। নিশ্চয়ই এতে নিদর্শন সমূহ রয়েছে শ্রবণকারী সম্প্রদায়ের জন্য’ (রূম ৩০/২৩)। অবশ্য কোন বর্ণনায় রাত্রির ঘুমের কথাও উল্লেখ আছে (বুখারী হা/৬৩১৪; মিশকাত হা/২৩৮২)। সেজন্য বিশেষতঃ রাতে পাঠ করাই সুন্নাত।
সূত্র: মাসিক আত-তাহরীক।
 

Share this page