উত্তর : শায়খ ছালেহ আল-ফাওযান (হাফিযাহুল্লাহ)-কে খেলোয়াড়দের সিজদায়ে শুকর দেয়া সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, সিজদায়ে শুকর দিতে হয় কেবল নে‘মত প্রাপ্তিতে অথবা কোন ক্ষতি দূর হলে। আর বল খেলার ব্যাপারে বলতে গেলে এটাকে সর্বোচ্চ মুবাহ বলা যায়, এটা নে‘মত নয়। তাই খেলোয়াড়ের জন্য সিজদায়ে শুকর দেয়া জায়েয নয় (ইসলাম সওয়াল ও জওয়াব, প্রশ্ন নং-২১৭৭৬৬)।
সূত্র: আল-ইখলাছ।
Last edited: