Doing Automated Jobs
উত্তর : আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রসিদ্ধ মত হল- প্রকাশ্যে মুসলিম এমন কোন ব্যক্তি ইমামতি করলেই তার পিছনে ছালাত আদায় করা যাবে। মূলনীতি হল- প্রত্যেক মুসলিমের উপর ভালো ধারণা রাখা। তাছাড়া ইমামের আক্বীদা কী? এমন প্রশ্নের উত্তর জানা যরূরী নয় বা সালাফদের নীতি নয়। শাইখুল ইসলাম ইমাম ইবনু তায়মিয়া (রাহিমাহুল্লাহ)-কে জিজ্ঞেস করা হয়েছিল যে, বেতনভুক্ত কোন বিদ‘আতী ইমামের পিছনে ছালাত হবে কি না? উত্তরে তিনি বলেন, ‘কোন ইমাম ছালাতে ইমামতি করলে তার বিদ‘আত এবং ফিসকী সম্পর্কে না জানলে তার পিছনে ছালাত আদায় করা যাবে। তবে তার ‘আক্বীদা সম্পর্কে জানা আবশ্যক না বা এটা মুছল্লীর দায়িত্বও না। এমনকি ইমাম শাফেঈ, ইমাম আহমাদ, ইমাম আবু হানীফা, ইমাম মালেক ৪ ইমামের ঐকমত্যে বিদ‘আতী ইমাম হলেও তার পিছনে ছালাত শুদ্ধ হয়ে যাবে’ (ফতাওয়ায়ে কুবরা, ২য় খণ্ড, পৃ. ৩০৬, প্রশ্ন নং ১৬১/২৪৫)। সুতরাং স্পষ্ট হল যে, অমুসলিম, বড় শিরককারী, বিদ‘আত মুকাফিফর, শী‘আ, রাফেযী ভ্রান্ত ধারণা সহ ছাহাবীদের গালিদাতা গোষ্ঠী এমন ব্যক্তিদের পিছনে ছালাত হবে না; কারণ তারা মুসলিম নয়। আর অমুসলিমদের ছালাত নেই। সূত্র: মাসিক আল-ইখলাছ।