‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️
S

প্রশ্নোত্তর প্রশ্ন: কোনটি অধিক ফযিলত পূর্ণ কাজ? এতিমকে দান করা না কি মসজিদ নির্মান করা?

shipa

Inquisitive

Q&A Master
Salafi User
Threads
347
Comments
400
Reactions
1,810
Credits
2,120
উত্তর: মসজিদ নির্মাণের উদ্দেশ্যে দান করা আর এতিমকে দান করা উভয়টি ফযীলতপূর্ণ কাজ। তবে কোনটি বেশী সওয়াবের কাজ এ ব্যাপারটি নির্ভর করছে প্রয়োজন কোনটির বেশী তার উপর।

যদি এমন হয় যে, একজন এতিমের দেখা-শোনার কেউ নাই অথচ এখনই তার প্রয়োজন পূরণ ও দায়িত্বগ্রহণ করা আবশ্যক। পক্ষান্তরে মসজিদে দান করার মত অন্য অনেক লোক আছে। তাহলে এ ক্ষেত্রে এতিমের দায়িত্বগ্রহণ নি:সন্দেহে অধিক সওয়াবের কাজ।

অনুরূপভাবে যদি দেখা যায়, এতিমের দেখা-শোনা ও তার খরচ দেয়ার মত অন্য লোক বর্তমান আছে কিন্তু এই সময় মসজিদ নির্মাণ খুব জরুরি তাহলে সে ক্ষেত্রে মসজিদের উদ্দেশ্যে দান করাটা অধিক ফযিলত পূর্ণ। আশা করি, ক্লিয়ার হয়েছে। আল্লাহ তাওফিক দানকারী।


- আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল​
 
Last edited by a moderator:

Share this page