উত্তর: ওয়ালাইকুমুস সালাম, সাহরী না খেলেও রোজা হবে,আপনে যা শুনেছেন তা ঠিক নয়। রোযা র সাথে সাহরী অবশ্যই সম্পর্ক আছে। তবে রোযা হবার জন্য সাহরী খাওয়া শর্ত নয়। যেমন নামায পড়ার জন্য টুপি মাথায় দেয়া সুন্নত। কিন্তু নামায হবার জন্য টুপি মাথায় থাকা শর্ত নয়। টুপি ছাড়াও নামায হবে। তবে টুপি মাথায় থাকা সুন্নত। তেমনি সাহরী খাওয়া ছাড়াও রোযা হবে। তবে সাহরী খাওয়া সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ﺗﺴﺤﺮﻭﺍ ﻓﺈﻥ ﻓﻲ ﺍﻟﺴﺤﻮﺭ ﺑﺮﻛﺔ ‘তোমরা সাহরী খাও। কেননা, সাহরীতে বরকত রয়েছে।’-সহীহ মুসলিম ১/৩৫০ অন্য হাদিসে বলা হয়েছে, সাহরী খাওয়া বরকতপূর্ণ কাজ। সুতরাং তোমরা তা পরিত্যাগ করো না। এক ঢোক পানি দিয়ে হলেও সাহরী কর। কারণ যারা সাহরী খায় আল্লাহ তাআলা তাদের উপর রহমত বর্ষণ করেন এবং তাঁর ফেরেশতারা তাদের জন্য রহমতের দুআ করেন।’ -মুসনাদে আহমদ ৩/১২; মুসান্নাফ ইবনে আবী শায়বা
হাদিস : ৯০১০; সহীহ ইবনে হিব্বান ৩৪৭৬।