New member
Forum Staff
- Joined
- Jun 29, 2025
- Threads
- 4,852
- Comments
- 0
- Reactions
- 23,306
- Thread Author
- #1
উত্তর : নাবালক ইমাম যদি কুরআন তিলাওয়াতে পারদর্শী হয় তাহ’লে তার পিছনে ফরয ছালাত সহ সবধরনের ছালাত জায়েয। কনিষ্ঠ ছাহাবী আমর বিন সালামা বিন ক্বায়েস (রাঃ) বলেন, এক সফরে লোকেরা দেখল যে, আমার চেয়ে অধিক কুরআন জানা আর কেউ নেই। কেননা আমি পথিকদের নিকট হ’তে আগেই তা মুখস্থ করেছিলাম। তখন তারা আমাকে সামনে বাড়িয়ে দিল। অথচ তখন আমি ছয় বা সাত বছরের বালক মাত্র (বুখারী হা/৪৩০২; মিশকাত হা/১১২৬; ফাতাওয়া লাজনা দায়েমা ৭/৩৮৯; উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৫/৮১)। সূত্র: মাসিক আত-তাহরীক।