প্রশ্নোত্তর প্রশ্নঃ কিছু মানুষ বিদআতী ও বিভিন্ন ইসলাম বিরোধী দলের সাথে উঠা-বসা করে। এভাবে তারা তাদের সাথে দীর্ঘ বছর কাটিয়ে দেয়। তাদেরকে যখন বলা হয় তোমরা তাদের

    Nobody is reading this thread right now.
Joined
Jul 26, 2024
Threads
23
Comments
24
Reactions
256
الجواب: أول شيء الحكم بأنهم مبتدعة يحتاج إلى علماء، لأن بعض الإخوان يبدع الناس وهو ما عنده معرفة، كل من خالفه قال أنت مبتدع فإذا ثبت أنهم مبتدعة، فإن كان عندك علم أنت عندك علم، وكان جلوسك معهم فيه مصلحة لأجل أن تدعوهم إلى الله، بشرطين أولا يكون عندك علم ثانيا أن ترى أن لك تأثيرا عليهم في أن تجلس معهم هذا من الدعوة إلى الله، أما يا أخي إذا كان ما عندك علم، أو عندك علم لكن ما ينفع فيهم شيء، ويعاندون، هؤلاء لا تجلس معهم لأنهم لا يريدون الحق.

◻️ তিনি জবাবে বলেন: “যদি কোন ব্যক্তি আলেম হয় এবং বিদআতীদের সাথে উঠা-বসা করার মাঝে কল্যাণ নিহিত থাকে; যে সে তাদেরকে আল্লাহর পথে দাওয়াত দিবে, তাহলে এটি দুটি শর্তসাপেক্ষে করা যাবে। (১) এ বিষয়ে পূর্ণাঙ্গ ইলম থাকতে হবে। (২) তাদের সাথে বসে আল্লাহর দিকে দাওয়াত দিয়ে তাদের মাঝে প্রভাব ফেলতে হবে। কারণ এটিই আল্লাহর পথে দাওয়াতের মূল উদ্দেশ্য। আর যদি এ বিষয়ে (ইলম) জ্ঞান না থাকে এবং তাদের (বিদআতিদের) মাঝে প্রভাবের কোনো আশঙ্কা না থাকে তাহলে তাদের সাথে উঠা বসা করা যাবেনা। কেননা তারা কখনো সত্যকে চায় না। ফলে তাদের সাথে বসেও লাভ নাই।


উওর প্রদানে


সৌদি ফতোয়া বোর্ড এবং সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের প্রবীণ সদস্য, যুগশ্রেষ্ঠ ফক্বীহ, শাইখ সালিহ বিন ফাওযান আল-ফাওযান (হাফিযাহুল্লাহ)
 
Similar threads Most view View more
Back
Top