New member
Forum Staff
- Joined
- Jun 29, 2025
- Threads
- 4,847
- Comments
- 0
- Reactions
- 29,501
- Thread Author
- #1
আপনার জিজ্ঞাসা ইসলামিক জিজ্ঞাসা ও জবাব ইসলামিক প্রশ্নোত্তর উত্তরঃ যেই যায়গায় প্রসাবের ছিটা লেগেছে সেই যায়গাটা পানি দিয়ে ধুয়ে দিবেন। বাইরে থাকলে কি করবেন? নামাজ পড়বেন না? সন্দেহ হলে সন্দেহের দিকে ভ্রুক্ষেপ করবেন না আর নিশ্চিত লেগেছে যখন বুঝতে পারবেন তখন তো দেখতেই পেলেন সেক্ষেত্রে ঐ যায়গাটা ধুয়ে দিবেন কাপড়ে পেসাব লেগে শুকিয়ে গেলেও তা ধৌত করতে হবে। দেখুনঃ শাইখ ফাউযান হাফিঃ এর ফতোয়া। https://ar.islamway.net/.../هل-الملابس-التي-تبللت-بالبول-... সমস্ত বিদ্বানের মতে, মানুষের পেশাব পায়খানা নাপাক। সুতরাং নাপাক শরীরে কিংবা কাপড়ে লেগে গেলে ঐ অবস্থাতে সালাত শুদ্ধ হবে না। বরং তার জন্য আবশ্যক হলো, ধুয়ে তা পাক করা। দেখুনঃ إسلام ويب - مركز الفتوى... শরীরে পেশাব লেগে শুকিয়ে গেলে, শুধু ওযু করলে হবে না। বরং নাপাকের জায়গা ধৌত করে তারপর ওযু করতে হবে। দেখুনঃ إسلام ويب - مركز الفتوى... পেশাব পায়খানা থেকে বেঁচে থাকা, মুসলিম হিসেবে আমাদের একান্ত কর্তব্য। অন্যথায় কবিরা গুনাহ হবে। যার জন্য কবরের আযাব হবে। রাসুল সাঃ বলেছেন, ﺗَﻨَﺰَّﻫُﻮﺍ ﻣِﻦَ ﺍﻟْﺒَﻮْﻝِ ؛ ﻓَﺈِﻥَّ ﻋَﺎﻣَّﺔَ ﻋَﺬَﺍﺏِ ﺍﻟْﻘَﺒْﺮِ ﻣِﻦَ ﺍﻟْﺒَﻮْﻝِ “ প্রসাবের ফোটা থেকে বাচ, কেননা অধিকাংশ কবরের আযাব হয় প্রস্রাবের কারণে।” (আদ-দারকুতনী)