ইমাম মালেক (রাহিমাহুল্লাহ)-কে জিজ্ঞাসা করা হয়েছিল, পুরুষরা কি নারীদের সালাম দিতে পারবে? তিনি উত্তর দিয়েছিলেন, “বৃদ্ধা নারী হলে সমস্যা নেই। কিন্তু যে নারীর কণ্ঠস্বর কাঁচা খেজুরের চাইতেও লোভনীয়, তাকে দেওয়া যাবে না।”
— ইবনু আব্দিল বার, বাহজাতুল মাজালিস : ১/১৭৫
— ইবনু আব্দিল বার, বাহজাতুল মাজালিস : ১/১৭৫